স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ নভেম্বর।। রাজ্যের সামগ্রিক উন্নয়নে কাজ করছে রাজ্য সরকার। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।
সমবায়মন্ত্রী রামপ্রসাদ পাল আজ সদর মহকুমার ডুকলি ব্লকের অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের নবনির্মিত অফিসের উদ্বোধন করে একথা বলেন। তিনি বলেন, রাজ্যের জনগণ যে ভরসায় ভোট দিয়ে রাজ্যের নতুন জোট সরকার গঠন করেছে নতুন পঞ্চায়েত ভবন তারই প্রতিফলন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস সরকারি নানা উন্নয়ন কর্মসূচির উল্লেখ করে তার সুবিধা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
নতুন পঞ্চায়েত ভবন তথা রাজীব গান্ধী সেবাকেন্দ্র তৈরিতে রেগা প্রকল্প থেকে মোট ব্যয় হয়েছে ১৩ লক্ষ টাকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পঞ্চায়েত এক্সটেনশন অফিসার বীরেন্দ্র দাস। সভাপতিত্ব করেন বল্লভপুর পঞ্চায়েতের প্রধান মিলন দাস।