অনলাইন ডেস্ক, ৩ নভেম্বর।। খারাপ আবহাওয়া, জ্বালানি সংকট ও করোনা বিধিনিষেধে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় চীনের পরিবারগুলোকে খাবার ও অন্যান্য নিত্য ব্যবহার্য সামগ্রী মজুত করে রাখতে বলা হয়েছে।
সিএনএন জানায়, স্থানীয় সরকারগুলোর প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।
সবজি, তেল, পোলট্রিসহ নিত্য ব্যবহার্য ও জরুরি সামগ্রী মজুত করতে উৎসাহ দিতে বলা হয় সেখানে।
শীত থেকে আগামী বসন্ত পর্যন্ত নিত্য ব্যবহার্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে নজর রাখতে বলা হয়।
সম্প্রতি ভারী বর্ষণে খেত-খামার ক্ষতি হওয়ায় সবজির দাম বাড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সে দিক লক্ষ্য করে দাম স্থিতিশীল রাখতে বলা হয়েছে।
এর আগেও সরবরাহ কমে যাওয়ার আশঙ্কার ওপর জোর দিয়েছিল চীন। গত সেপ্টেম্বরে সপ্তাহব্যাপী ছুটির সময় এ ধরনের চাপ তৈরি হয়।
মঙ্গলবার খবরটি ছড়িয়ে পড়লে চীনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দ্রুত প্রতিক্রিয়া জানান। যেমন; উইবোতে একজন লিখেছেন, ২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারি শুরু হলেও সরকার এ ধরনের কোনো মজুতের কথা বলেনি।
আবার কেউ বলছে, শীতে শাক-সবজি মিলবে না সে কথা সরকার আগেই জানিয়ে দিল। অবশ্য উদ্বেগ কমানোর চেষ্টা দেখা গেছে চীনের একাধিক সংবাদমাধ্যমে।