অনলাইন ডেস্ক, ২৯ অক্টোবর।। টার্মিনেটর খ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার বলেছেন যে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ নিলে তাতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন যেসব বিশ্ব নেতা তারা ‘মূর্খ বা মিথ্যাবাদী’।
কপ২৬ (COP26) জলবায়ু শীর্ষ সম্মেলনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাক্তন এই গভর্নর বিবিসিকে বলেন যে, কার্বন নিঃসরণ কমালে বিশ্ব অর্থনীতির ক্ষতি না হয়ে বরং উপকার হবে।
টার্মিনেটর অভিনেতা বলেন যে, মাংস খাওয়া কমানোর অর্থ কিছু উৎসর্গ করা নয় বরং সুস্বাস্থ্য ফিরে পাওয়া। তিনি নিজেও মাংস খাওয়া বাদ দিয়ে আরও স্বাস্থ্যকর জীবন যাপন করছেন বলেন জানান।
তিনি আন্তর্জাতিক বাণিজ্যের কারণে সৃষ্ট বায়ুদূষণ নিয়েও কথা বলেন।
বিবিসি রেডিও ফোর-এর ‘থার্টি নাইন ওয়েজ টু সেভ দ্য প্ল্যানেট’ সিরিজের জন্য এক বিস্তৃত সাক্ষাৎকারে শোয়ার্জনেগার দাবি করেন, ক্যালিফোর্নিয়ার অব্যাহত অর্থনৈতিক সাফল্য এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি প্রমাণ করে যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমালে সম্পদ আরও বাড়ে।
তিনি বলেন, ‘তারা মিথ্যাবাদী, তারা মূর্খ। অথবা তারা জানে না কীভাবে এটা করতে হয়’।
শোয়ার্জনেগার ২০০৩ এবং ২০০১ এর মধ্যে গভর্নর থাকাকালীন পরিষ্কার বায়ু এবং পুনর্নবায়নযোগ্য শক্তির একজন চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছিলেন।