স্টাফ রিপোর্টার, পেঁচারথল, ২৯ অক্টোবর।। গ্রামীণ জনগণের কাছে আইনি পরিষেবা পৌঁছে দিতে ঊনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও ঊনকোটি জেলা প্রশাসনের সহায়তায় আজ পেঁচারথল ব্লকের আন্দারছড়া হাইস্কুল মাঠে এক মেগা আইনসেবা শিবির অনুষ্ঠিত হয়। একই সাথে কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসি-র চেয়ারম্যান সজল চাকমা। আইনসেবা শিবিরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে বিভিন্ন দপ্তর থেকে স্টল খোলা হয়। শিবিরের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, এই জাতীয় শিবিরের ফলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।
আইনসেবা শিবির থেকে আইনের সুবিধাগুলি কিভাবে পাওয়া যাবে সে সম্পর্কে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের ধারণা তৈরি হবে। তাছাড়াও এই শিবির উপলক্ষে যে সকল স্টল খোলা হয়েছে সেখান থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণে যে প্রকল্পগুলি রয়েছে সে সম্পর্কেও মানুষ অবহিত হতে পারবেন। এই সুবিধাগুলি এক জায়গা থেকেই মানুষ নিতে পারবেন।
প্রকল্পের সুবিধাগুলি কাজে লাগাতেও তিনি সকলের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির ভাষণে পেঁচারথল বিএসি-র চেয়ারম্যান সজল চাকমা বলেন, এই জাতীয় শিবির সব সময় হয় না। আইনি ক্ষেত্রে কারোর কোনও সহায়তার প্রয়োজন হলে এখান থেকেই তারা এর সুবিধা নিতে পারেন।
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন জেলাশাসক ইউ কে চাকমা, পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, পেঁচারথলের বিডিও সাগর দেববর্মা। স্বাগত ভাষণ দেন এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড স্পেশাল জজ পি কুমার। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ঊনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষের জেলা সম্পাদক লোপামুদ্রা দাশগুপ্ত। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীত নিকেতনের শিল্পীরা।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অতিথিগণ কৃষি দপ্তর থেকে প্রদত্ত স্প্রে মেশিন, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র প্রদত্ত হুইল চেয়ার, হিয়ারিং মেশিন সহ চলন সামগ্রী, শ্রম দপ্তর প্রদত্ত ই-শ্রম কার্ড, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর প্রদত্ত মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় দুজনকে নগদ ২ হাজার টাকা, বন দপ্তর থেকে জেএফএমসি-র অন্তর্গত একটি স্বসহায়ক দলকে ২৫ হাজার টাকার ঋণের চেক, পেঁচারথল ব্লক থেকে আর ও আর সার্টিফিকেট এবং কুমারঘাট মহকুমা শাসক কার্যালয় থেকে কয়েকজন সুবিধাভোগী পরিবারে রেশন কার্ড, পিআরটিসি এবং এসটি সার্টিফিকেট তুলে দেন।
প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরে ১৪২টি পি আর টি সি, ১১২টি এস টি সার্টিফিকেট প্রদানের জন্য আবেদন গ্রহণ করা হয়। আয়ের শংসাপত্র প্রদান করা হয় ৬০টি। স্বাস্থ্য দপ্তর থেকে ২২ জনকে চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে ২৩৬টি গৃহপালিত পশুপাখির চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ প্রাণীপালকদের সরবরাহ করা হয়। এতে ৩০টি পরিবার উপকৃত হয়।