অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।। চলতি বছর আগস্টে শোনা যাচ্ছিল গোপনে বিয়ে করেছেন ভিকি কৌশল ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পরে অবশ্য দুজনেই অস্বীকার করেন। মঙ্গলবার রাতে ভারতীয় সংবাদমাধ্যমে খবর পাওয়া যায়, এ বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন ক্যাটরিনা ও ভিকি।
বছর কয়েক আগে কফি উইথ করণের মঞ্চে ক্যাটরিনা কাইফ জানিয়েছিলেন, ‘আমার মনে হয় ভিকির সঙ্গে আমাকে ভালো মানাবে।’ সেই ভিডিও ক্লিপ দেখে হতভম্ব হয়েছেন ভিকি। ক্যাটরিনা কাইফের কত বড় ফ্যান তিনি জেনে নিজেই বিস্মিত হয়েছিলেন। এবার সেই ফ্যান-বয়কেই জীবনসঙ্গী বানাচ্ছেন ক্যাটরিনা।
বয়সে পাঁচ বছরের ছোট ভিকির গলাতেই শেষমেশ মালা দেবেন ব্রিটিশ সুন্দরী।টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারা। তাদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী মুখোপাধ্যায়। জানা গেছে, বিয়েতে লেহেঙ্গায় সাজবেন ক্যাটরিনা, সেই লেহেঙ্গার র সিল্ক ফ্যাবরিকও চূড়ান্ত করে ফেলেছেন তিনি।
তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই জানাননি তারা। এমনকি একসঙ্গে ছুটি কাটাতে গিয়েও আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন। সালমান খানের সঙ্গে ক্যাটরিনার প্রেমের কাহিনি একটা সময় শোরগোল ফেলেছিল। এরপর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। কিন্তু বছর তিনেক পর সেই প্রেমেও ভাঙন ধরে। অন্যদিকে ক্যাটরিনার আগে অভিনেত্রী হার্লিন শেঠির সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন ভিকি।