অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর।। পিয়েরে-এমেরিক আউবামেয়াংময় রাতে দাপুটে জয় পেল আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটসে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে মাইকেল আর্তেতার শিষ্যরা।
নিজে জাল খুঁজে নেওয়ার পাশাপাশি সতীর্থকে দিয়েও গোল করিয়েছেন আউবামেয়াং। গেবানিজ ফরোয়ার্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গানারদের জয়ে বড় অবদান রাখেন স্মিথ রো।
ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২৩তম মিনিটে কর্নারের পাশ থেকে রো’র ক্রসে জটলার ভেতর হেড নেন থমাস পার্টি। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে ফাঁকি দিয়ে বল চলে যায় ভিলার জালে।
প্রথমার্ধের যোগ করা ষষ্ঠ মিনিটে গানারদের ব্যবধান বাড়ান আউবামেয়াং। ভিলার ডিফেন্ডার ম্যাট টার্গেট বল ক্লিয়ার করতে গিয়ে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন আলেক্সান্দ্রে লাকাজাত্তেকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির রিভিউ নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পট-কিক নিতে আসেন আউবামেয়াং। তবে দুর্দান্ত ক্ষিপ্রতায় ডান পাশে ঝাঁপিয়ে পেনাল্টি ঠেকান মার্তিনেস। কিন্তু দুর্ভাগ্য ভিলার। ফিরতি বলে জাল খুঁজে নিয়ে ভুল শোধ করেন আউবামেয়াং।
বিরতি থেকে ফিরে তৃতীয় গোল হজম করে বসে ডিন স্মিথের দল। মাঝমাঠ থেকে আউবামেয়াংয়ের বাড়ানো বলে একক নৈপুণ্যে গোল করেন রো। লম্বা দৌড়ে ক্ষিপ্রতার সঙ্গে ডি-বক্সে ঢুকে নিচু শট নেন ২১ বছর বয়সী মিডফিল্ডার। বাধা দিতে যাওয়া ডিফেন্ডার টাইরন মিঙ্গসের পায়ে লাগার পর গোলপোস্টে লেগে মার্তিনেসকে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে।
তিন গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা চালায় ভিলা। শেষদিকে জালের দেখাও পায় তারা। বদলি হিসেবে নামা লিয়ন বেইলি ডি-বক্সে শট নিতে চেষ্টা করছিলেন। তবে দৌড়ে এসে ২০ গজ দূর থেকে জোরালো শট নেন আরেক বদলি খেলোয়াড় জ্যাকব রামসে। বল জড়ায় আর্সেনালের জালে।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার ৯ নম্বরে উঠে এসেছে গানাররা। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অ্যাস্টন ভিলা।