Corona: বিশ্বে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ৯০ হাজার ৮৬৫ জন

অনলাইন ডেস্ক, ২১ অক্টোবর।। লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও গণ টিকাদান কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বে করোনা রুখে দেওয়ার চেষ্টা চলছে। আক্রান্ত ও মৃত্যুর খবরের পাশাপাশি প্রতিদিন লাখ লাখ মানুষ সেরে ওঠার খবরও মিলছে। সেই সংখ্যা ২২ কোটি ছাড়িয়েছে।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ জানায়, সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ৯০ হাজার ৮৬৫ জন।

এ পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬২ জন রোগী। মারা গেছে ৪৯ লাখ ৩৭ হাজার ৬৪৯ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৩৬২ জন। মারা গেছে ৭ লাখ ৫১ হাজার ৮১১ জন।

৩ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৬৮২ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৫২ হাজার ৮৪৪ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৪৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

মারা গেছে ৬ লাখ ৪ হাজার ৩০৩ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়। যুক্তরাজ্যে ৮৫ লাখ ৮৯ হাজার ৭৩৭ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৩৯ হাজার ৩১ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া ৮০ লাখ ৯৪ হাজার ৮২৫ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ২ লাখ ২৬ হাজার ৩৫৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ২৯। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে  ২৭ হাজার ৭৯১ জন। একই সময়ে করোনা আক্রান্ত ৩৬৮ জনকে শনাক্ত করা হয়েছে। মোট ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?