স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে মাংস বিক্রি করা হচ্ছে৷
শুক্রবার তাদের হটিয়ে দেয় নিগম৷ শনিবার উচ্ছেদকৃত মাংস বিক্রেতারা পুনর্বাসনের দাবি তুলে৷ রাস্তার পাশে মাংস বিক্রি করা আইনত অপরাধ৷ আর এই অপরাধমূলক কাজটি করে আসছিল একাংশ মাংস বিক্রেতারা৷ রাজ্যে নেই শ্লটার হাউস৷
ফলে রাস্তার পাশেই ঝুলিয়ে রাখা হত মাংস৷ শুক্রবার আগরতলা পুর নিগমের তরফ থেকে এক অভিযান চালিয়ে জিবি, ৭৯টিলা থেকে শুরু করে ভালুকিয়াটিলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সব রাস্তার পাশ থেকে মাংস বিক্রেতাদের উঠিয়ে দেয়৷
তারই প্রতিবাদে শনিবার সকালে মাংস বিক্রেতারা জিবি, ৭৯টিলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং আগামী দু’তিন দিনের মধ্যে যদি সরকার তাদের নিয়ে কোনো চিন্তাভাবনা না করে তাহলে রাস্তা অবরোধ করবেন বলে জানান মাংস ব্যবসায়ীরা৷
উল্লেখ্য আগরতলা পুর নিগম এলাকায় নিয়ম বহির্ভূত যেসব মাংসের দোকান রাস্তার পাশে অস্থায়ীভাবে ব্যবসা চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে শুক্রবার অভিযান সংগঠিত করে পুর নিগমের টাস্ক ফোর্র্স৷ এদিন শহর ও শহরতলির বেশ কিছু স্থানে অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয় এই দোকানগুলি৷ বাজেয়াপ্ত করা হয় সামগ্রী৷ একই সঙ্গে সতর্ক করা হয়৷
নিয়ম না মেনে ব্যবসা করলে আগামীদিনে আইনি ব্যবস্থা গ্রহণের কড়া বার্তা দেওয়া হয় পুর নিগমের পক্ষ থেকে৷ আগরতলা পুর নিগমের সেনিটারি ইন্সপেক্টর দিলীপ দেববর্মা জানান, শহরের আনাচে-কানাচে নিয়ম বহির্ভূতভাবে মাংস কেটে বিক্রি করা হচ্ছে৷ এই বিষয়ে উচ্চ আদালতের একটি নির্দেশ রয়েছে৷
এই নির্দেশের পর ক্রেতা ও বিক্রেতাকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে৷ মাইক যোগে প্রচার চালানো হয় যাতে এর থেকে বিরত থাকে ব্যবসায়ীরা৷ কিন্তু একাংশ ব্যবসায়ী ফের একই পথে ব্যবসা শুরু করে৷
ফলে উচ্চ আদালত থেকে ফের নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের ব্যবসা বন্ধ করার জন্য৷ যে কারণে বাধ্য হয়ে পুর নিগম ফের অভিযানে নেমেছে৷ আগামী দিনগুলোতেও এই অভিযান জারি থাকবে বলে জানান তিনি৷