সাক্ষাৎকারকালে ভারতবর্ষের ঐতিহ্যগত কৃষ্টি সংস্কৃতির বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনাকালে মুখ্যমন্ত্রী স্পিরিচুয়াল ট্যুজিমের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিশ্বের যেকোন স্পিরিচুয়াল ট্যুরিজম স্থানগুলি যেকোন দেশের উন্নয়নের মাধ্যম।
স্পিরিচুয়াল ট্যুরিজম স্থানকে কেন্দ্র করে বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষের ধর্মীয় চেতনা বিকাশের পাশাপাশি রোজগারের সুযোগ সৃষ্টি হয়। আলোচনায় মুখ্যমন্ত্রী ত্রিপুরেশ্বরী মন্দির সহ সংলগ্ন এলাকার সার্বিক উন্নতিকল্পে সরকারের গৃহীত প্রকল্প সম্পর্কেও অবহিত করেন।
সাক্ষাৎকারকালে ত্রিপুরায় স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন কলেজ স্থাপনের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার প্রস্তাবিত প্রকল্পের তথ্য সম্বলিত একটি পুস্তিকা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
এছাড়া এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সচিবালয়ে আগরতলা মিলিটারি স্টেশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার নিলেশ চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকারে রাজ্যে আগামী ৬ নভেম্বর স্বর্নিম বিজয় বর্ষ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানানো হয়।