সকালে সৌজন্য সাক্ষাতের পর রাজ্যপাল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, সমৃদ্ধ এবং দীর্ঘায়ু কামনা করে রাজভবন প্রাঙ্গণে রুদ্রাক্ষ এবং আগর গাছ রোপন করেন।
বৃক্ষরোপনের পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীচৌবে বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বের রাজ্যগুলোর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে।
এই পরিকল্পনাগুলি রূপায়ণে বিশেষ প্রাধান্য দেওয়া হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ত্রিপুরা সরকার রাজ্যের উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, এরপর তিনি মণিপুর, আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ সফর করবেন।