বিধায়কেরা দল ছেড়ে আপ-এ যোগদান করার হুমকিও দেন। ক্যাপটেন অমরিন্দর সিংকে পঞ্জাবের মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার জন্য নির্দেশ দেয় কংগ্রেস হাইকমান্ড।
গত কয়েকদিন যাবত পঞ্জাব কংগ্রেসের অন্দরে বিবাদ তুঙ্গে। সেই সমস্যা সমাধানে আজ বিকেলেই পঞ্জাব কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক রয়েছে। তার আগেই ক্যাপটেনকে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফার নির্দেশ দেয় দলের হাইকম্যান্ড।
অমরিন্দর সিং শনিবার সকালে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে কথাও বলেন। ফোনেই তাঁর অপমানের কথা তুলে ধরেন। অমরিন্দর সিং বলেছেন, এইভাবে মুখ্যমন্ত্রী পদ আঁকড়ে ধরে থেকে কোনও লাভ নেই। চাপের মুখে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে অমরিন্দর সিংয়ের এই ইস্তফা বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, নভজ্যোত সিং সিধু বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের পর থেকেই মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে তাঁর বিরোধ চরমে ওঠে। পঞ্জাব কংগ্রেসের দায়িত্ব হাইকমান্ড সিধুর কাঁধে দেয়।
যা নিয়ে হাত শিবিরের অন্দরে দীর্ঘ টানাপোড়েন শুরু হয়। ক্যাপ্টেনের প্রতিবাদ সত্ত্বেও তাতে আমল দেননি সনিয়া গান্ধী। মাঝখানে দুজনের মধ্যে বিরোধ মিটে গেলেও তা তীব্র আকার ধারণ করে।