Modi & Hasina: মোদির ৭১ তম জন্মদিনে ৭১টি লাল গোলাপের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা শেখ হাসিনার

অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির ৭১ তম জন্মদিনে তাঁকে ৭১টি লাল গোলাপের একটি ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ওই ফুলের তোড়া আজ শুক্রবার সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। খুব সাধারণভাবেই তাঁর বড় হয়ে ওঠা। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।

২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ২০ দিন ব্যাপি ইভেন্ট করার পরিকল্পনা নিয়েছে বিজেপি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?