Accident: জঙ্গল পরিস্কারের উদ্যোগ নেই, জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি, অল্পতেই রক্ষা

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৪ সেপ্টেম্বর।। সুদীর্ঘ বছর ধরে জাতীয় সড়কের দু’পাশে জঙ্গল কাটিং বন্ধ কোনো এক অজ্ঞাত কারণে। স্বাভাবিকভাবেই বিভিন্ন যানবাহন চালকরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

এমনকি পথদুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। দিন দিন পথ দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকলেও রাজ্য প্রশাসন জাতীয় সড়কের দু’পাশে থাকা আগাছাগুলি পরিষ্কার করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ।

বর্ষাকালে বৃষ্টির জলে বড়মুড়া এবং আঠারোমুড়া পাহাড়ের প্রচুর লতানো গুল্ম জাতীয় উদ্ভিদ সহ আগাছা জন্ম হয়ে থাকে। কিন্তু সুখা মরশুমের শুরুতে জাতীয় সড়কের দু’পাশে জঙ্গল কাটিং করা হতো পূর্বে পূর্ত দপ্তরের গ্যাং লেবার শ্রমিকদের দিয়ে।

কিন্তু বিগত এবং বর্তমান কয়েক বছর ধরে জাতীয় সড়কের দু’পাশে জঙ্গল কাটিং বন্ধ কোনো এক অজ্ঞাত কারণে। স্বাভাবিকভাবে এই জাতীয় সড়ক ধরে প্রচুর যানবাহন নিয়ে যাতায়াত করে চালকরা।

ওইসব যান চালকরা রাস্তায় গাড়ি চালিয়ে যেতে বিভিন্ন ভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জাতীয় সড়কের পাশে জঙ্গল থাকার কারণে। এমনই এক ঘটনা ঘটলো মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি স্থিত কুকি বস্তি এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে।

ঘটনার বিবরণে জানা যায় আগরতলা থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে  TR06B -0223 নম্বরের একটি চার চাকা বিশিষ্ট মারুতি ভ্যান তেলিয়ামুড়া আসার পথে হাওয়াই বাড়ি স্থিত কুকি বস্তি এলাকায় আসা মাত্রই গাড়িটি বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায়। যদিও এক্ষেত্রে হতাহতের কোনো খবর নেই।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?