অনলাইন ডেস্ক, ৫ সেপ্টেম্বর।। সিরিজ হাতছাড়া হয়েছিল আগেই। তবে শেষ ম্যাচটায় জয় তুলে নিল জিম্বাবুয়ে। শনিবার ব্রেডি ক্রিকেট ক্লাবে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৫ রানে হারিয়েছে আফ্রিকার দলটি।
আইরিশরা অবশ্য সিরিজ জিতেছে ৩-২ এ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিম্বাবুয়ে জিতলেও পরে টানা তিন ম্যাচ হেরে সিরিজও হাতছাড়া করে দলটি।
টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ক্রেইগ আরভিনের অপরাজিত ৬৭ রানে ভর করে ৪ উইকেটে ১২৪ রানের পুঁজি গড়ে। জবাবে আয়ারল্যান্ড শেষ বলে অলআউট হওয়ার আগে ১১৯ রান তুলে।
১ উইকেট হাতে রেখে শেষ ওভারে ৬ রান প্রয়োজন ছিল আইরিশদের। এক পর্যায়ে শেষ বলে ৬ রানের সমীকরণ দাঁড়ায়। কিন্তু জস লিটল রান আউট জয়ে যান।
আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২২ রান আসে নিল রকের ব্যাট থেকে। জিম্বাবুয়ের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন লুক জঙ্গুয়ে ও ডোনাল্ড তিরিপানো। এর আগে আরভিন তার ইনিংস সাজিয়েছেন ৫৭ বলে ৭ চার ও ১ ছক্কায়।
শেষ দিকে মিল্টন শুম্বা করেন ২ চারে ১৪। আইরিশদের পক্ষে মার্ক অ্যাডায়ার নিয়েছেন সর্বাধিক ৩ উইকেট। ম্যাচসেরা হয়েছেন আরভিন, সিরিজসেরা পল স্টার্লিং।