অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা ছিল ব্রাজিলের। তবে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে দেশটি।রবিবার বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
সাও পাওলোর নিও কুইমিকা এরিনাতে অনুষ্ঠেয় ম্যাচটিতে ১২ হাজার দর্শক প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যথাযথ প্রস্তুতির অভাবেই এই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করে দেখা গেছে টিকিট বিক্রি ও প্রবেশের পূর্বে কোভিড-১৯ পরীক্ষার বিষয়গুলো সমন্বয় করতে হাতে পর্যাপ্ত সময় নেই।
২ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচের তিনদিন পর আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৯ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে পেরুর মোকাবিলা করবে।দক্ষিণ আমেরিকান বাছাই পর্বে গ্রুপ টেবিলে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। ৬ ম্যাচ খেলে সব কটিতে জয় তাদের।