Balochistan: পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে পুলিশের অভিযানে ১১ আইএস জঙ্গি নিহত

অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। পাকিস্তানের সন্ত্রাস দমন ইউনিট অশান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর একটি আস্তানায় অভিযান চালায়। পুলিশ বলছে, সেখানে বন্দুকযুদ্ধে ১১ জঙ্গি নিহত হয়।এপি জানায়, মঙ্গলবার ভোর হওয়ার কিছুটা আগে গোপন খবরের ভিত্তিতে পুলিশের এ ইউনিট মাস্টুং জেলায় অভিযান চালায়। ওই এলাকায় আইএস জঙ্গিরা সম্প্রতি দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে।

অভিযানে আত্মঘাতী বেল্ট, হ্যান্ড গ্রেনেড ও অ্যাসল্ট রাইফেল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।জঙ্গি দমনে কাজ করছে পাকিস্তান পুলিশের বিশেষ শাখা, সেই কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেওয়া হয়নি। নিহত জঙ্গিদের জাতীয়তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আইএস গ্রুপ সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি হামলার দাবি করেছে।বেলুচিস্তানে আবার বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা রয়েছে, যাদের টার্গেটের মধ্যে রয়েছে অ-বালুচ শ্রমিক। তবে আইএসের মতো তাদের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপর হামলার কোন ইতিহাস নেই।

সম্প্রতি পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। এর পরপরই এক হামলায় ১৭৫ জনের মতো মানুষ নিহত হয়। হামলার দায়ও স্বীকার করে জঙ্গি গোষ্ঠীটির স্থানীয় শাখা আইএস-কে (ইসলামিক স্টেট- খোরাসান)। এর কয়েক দিনের মাথায় দুই আইএস সদস্যকে ড্রোন হামলার মাধ্যমে হত্যার প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?