স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।।
নরসিংগড়ের স্কিল ডেভেলপমেন্টের কম্পোজিট রিজিওনাল সেন্টারের উদ্যোগে আজ এক কোভিড টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে দিব্যাঙ্গজনদের মধ্যে বিভিন্ন চলন ও শ্রবণ সামগ্রী বিতরণ করা হয়।
কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রিজিওনাল সেন্টারের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরের উদ্বোধন করেন। শিবিরের উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, দিব্যাঙ্গজনদের ভগবানরূপে দেখতে হবে। তাদের সেবা করা মানে ভগবানের সেবা করছি এই ভেবে আমাদের কাজ করতে হবে।
দিব্যাঙ্গজন আমাদের মতো সাধারণ মানুষ থেকে আলাদা ও অনেক মননশীল হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন, দিব্যাঙ্গজনরা আগে শুধু নিজের রাজ্যের সার্টিফিকেট পেতেন যা দিয়ে শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যেই সুবিধা পাওয়া যেতো। এখন দিব্যাঙ্গজনদের কেন্দ্রীয় সরকার থেকে ইউনিক আইডি কার্ড দেওয়া হচ্ছে।
যে কার্ড দিয়ে তারা দেশের যে প্রান্তে থাকুক না কেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এই কার্ডের মাধ্যমে তারা এখন থেকে ব্যয় বহুল চিকিৎসা সহ ২১টি সরকারি সুবিধা ভোগ করতে পারবেন। সারা দেশের সাথে ত্রিপুরাতেও ইউনিক আইডি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
কেন্দ্রীয় সরকার গত ৭ বছরে দেশের ২১ লক্ষ দিব্যাঙ্গজন ও বয়স্ক ব্যক্তিকে বিভিন্ন সহায়ক সামগ্রী দিয়ে সহায়তা করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক স্কিল ডেভেলপমেন্টের প্রতিটি স্কিমের সুযোগ গ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণধন দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার (দেব), ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, ত্রিপুরা শিশু কল্যাণ কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ ও বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীলা দাস (সেন)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআরসিএসআরই ত্রিপুরার অধিকর্তা রাজেশ কুমার সিং। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আমাদের ঘর শিল্পী সংস্থার শিল্পীগণ।
অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ দিব্যাঙ্গজনদের হাতে চলন ও শ্রবণ সামগ্রী তুলে দেন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্কিল ডেভেলপমেন্টের কম্পোজিট রিজিওনাল সেন্টারটি পরিদর্শন করেন ও দিব্যাঙ্গজনদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন।
কোভিড-১৯ ভ্যাকসিন শিবিরও তিনি পরিদর্শন করেন ও তাদের খোঁজখবর নেন। আজ শিবিরে ৩২ জন দিব্যাঙ্গজনকে কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।