অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট।। ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার টিকা নেওয়ার পর বিরল পার্শ্বপ্রতিক্রিয়ায় নিউজিল্যান্ডে এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মায়োকার্ডাইটিসের কারণে ওই নারীর মৃত্যু হয়েছে, যা ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পরিচিত।সোমবার নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের সাথে যুক্ত দেশের প্রথম মৃত্যুর ঘটনা এটি।
ভ্যাকসিন নেওয়ার পর একজন নারীর মৃত্যুর বিষয়ে একটি স্বাধীন কোভিড-১৯ ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণ বোর্ডের পর্যালোচনার পর নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে ওই নারীর বয়স জানানো হয়নি।
কোভিড-১৯ ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণ বোর্ড জানিয়েছে, ওই নারীর মৃত্যু মায়োকার্ডাইটিসের কারণে হয়েছে, যা ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পরিচিত। মায়োকার্ডাইটিস হল হৃদপিণ্ডের পেশীর প্রদাহ, যা হৃদপিণ্ডের রক্ত পাম্প করার সক্ষমতা কমিয়ে দিতে পারে এবং হৃদস্পন্দনের ছন্দে পরিবর্তন আনতে পারে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, “এটি নিউজিল্যান্ডে ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের সঙ্গে যুক্ত মৃত্যুর প্রথম ঘটনা”।নিউজিল্যান্ডের ফাইজার মিডিয়া টিম এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি শবদেহ পরীক্ষকদের কাছে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ এখনও নির্ধারণ করা হয়নি। তবে স্বাধীন কোভিড-১৯ ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণ বোর্ড অবশ্য বলছে, ওই নারীর মায়োকার্ডাইটিস সম্ভবত টিকার কারণেই হয়েছিল।বোর্ড উল্লেখ করেছে যে, একই সময়ে ওই নারীর আরো কিছু সাস্থ্যগত সমস্যা ছিল, যেসব টিকা দেওয়ার পর এর ফলাফলকে প্রভাবিত করে থাকতে পারে।