অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। ফুটবলার ও অ্যাথলেটদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা। ফিফা জানিয়েছে, তারা এই ব্যাপারে সরকার এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করছে।ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা আরও জানায়, আগস্টের শুরুতে তারা বিভিন্ন দেশের সরকারকে অনুরোধ করেছে আফগান নারী ফুটবলারদের সরিয়ে নিতে।
তালেবানরা ক্ষমতায় আসার পর ঝুঁকির মধ্যে জীবন কাটাচ্ছে দেশটির ফুটবলার ও অ্যাথলেটরা। নিরাপত্তার কারণে অনেক আফগান নারী ফুটবলার আত্মগোপনে চলে গেছে।
দেশটির নারীর ফুটবলাররা তালেবান শাসনের অধীনে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশের পর গত মঙ্গলবার অস্ট্রেলিয়ান সরকার ফুটবলার ও অ্যাথলেটসহ দেশটির ৫০ জন অ্যাথলেটকে সরিয়ে নেয়।
তালেবানরা আফগানিস্তান দখলের পর আতঙ্কগ্রস্ত অবস্থায় অসংখ্য সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দেশ ছেড়েছে। তার মধ্যে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে দুটি ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে শতাধিক লোক প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১৫০ জন।