Flight: বিমানে জন্ম নেওয়া আফগান কন্যাশিশুর নাম ওই বিমানের সাংকেতিক নামে রাখা হয়েছে

অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট।। আফগানিস্তান থেকে জার্মানি যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে জন্ম নেওয়া আফগান কন্যাশিশুর নাম ওই বিমানের সাংকেতিক নামে রাখা হয়েছে।

তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর শনিবার জার্মানিতে মার্কিন সামরিক ঘাঁটির উদ্দেশে অন্য অনেকের সঙ্গে দেশ ছাড়ে ওই পরিবার।

বিমান অবতরণের পর পরই প্লেনের কার্গো হোল্ডে সামরিক চিকিৎসকদের সহায়তায় মা ওই কন্যাশিশুর জন্ম দেন। পরে তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

অন্য বিমান এবং নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিটি মার্কিন বিমানের একটি করে সাংকেতিক নাম থাকে। সি-১৭ কার্গো প্লেনের সাধারণত সাংকেতিক নাম থাকে রিচ।

আফগান ওই পরিবারকে বহনকারী বিমানটির সাংকেতিক নাম রিচ ৮২৮। তাই শিশুটির বাবা মা সন্তানের নাম রাখেন ‘রিচ’।

ইউএস ইউরোপিয়ান কমান্ডের প্রধান জেনারেল টড উল্টার্স বুধবার এ কথা জানান। তিনি আরও জানান, আফগান অন্যান্য শরণার্থীর সঙ্গে শিশুটির বাবা-মা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে যাচ্ছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?