Corruption: ধর্মনগরে এসবিআইয়ে ঘোটালা, অবশেষে টাকা ফেরত পাচ্ছেন লগ্নিকারীরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট৷৷ ধর্মনগর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রায় ১ কোটি টাকার ঘোটালা করে পালিয়েছিল ব্যাঙ্কের কর্মী, চিফ ম্যানেজার৷ ক্রাইম ব্রাঞ্চের সহায়তায় কর্মী গ্রেপ্তার৷ ফিরিয়ে দেওয়া হচ্ছে লগ্ণিকারীদের টাকা৷

ধর্মনগর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মূল শাখায় ২০১৯ সাল এর মার্চ মাস পর্যন্ত কর্মরত ছিল রাজস্থানের বাসিন্দা মনোজ কুমার মিনা৷ ২০১৭ থেকে ২০১৮ সালে ধর্মনগরে অনেকেই এই ব্যাঙ্কের মিউচুয়াল ফান্ডে টাকা লগ্ণি করে৷

সেই সময় মিনা লগ্ণিকারীদের ভুয়ো রসিদ দিয়ে প্রায় কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ৷ বর্তমান ম্যানেজার শৈবাল রায় ২০২০ সালের এপ্রিল মাসে এখানে যোগদান করেন৷ তখন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া হেড অফিস থেকে তদন্ত শুরু হয়৷

চিফ ম্যানেজার ক্রাইম ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে তদন্তে এগিয়ে যান৷ মনোজ কুমার মিনা পালিয়ে তার নিজ রাজ্য রাজস্থানে আশ্রয় নেয়৷ সেখান থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করে ধর্মনগরে নিয়ে আসে৷

এখন সে ধর্মনগরের সাবজেলে রয়েছে৷ ম্যানেজার শৈবাল রায় জানান, এখন পর্যন্ত দশ জন লগ্ণিকারী টাকা ব্যাঙ্ক থেকে ফিরিয়ে দিয়েছে৷ প্রায় ৯০ শতাংশের উপর টাকা ফেরত দেওয়া হয়েছে৷ ২-৩ জনের নাম এবং তাদের জমার রসিদ ব্যাঙ্কে জমা পড়েছে৷

বাকি টাকা ফিরিয়ে দেবে ব্যাঙ্ক৷ সিআইডি মনোজ কুমার মিনাকে কারাগারে রেখে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে এসেছে তার তদন্ত চালিয়ে যাচ্ছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?