অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। জয় দিয়ে রোমা অধ্যায় শুরু হলো হোসে মরিনহোর। ইউরোপা কনফারেন্স লিগের প্লে-অফের প্রথম লেগে টার্কিশ ক্লাব ত্রাবজোন্সপোরকে ১-২ গোলে হারিয়েছে রোমান গ্লাডিয়েটররা।হেনরিখ মিখিতারিয়ানের ক্রস থেকে রোমাকে এগিয়ে দেন অধিনায়ক লরেঞ্জো পেল্লেগ্রিনি। বদলি হিসেবে নেমে ত্রাবজোন্সপোরকে সমতায় ফেরান আন্দ্রেস কর্নেলিয়াস।
তবে কোচ মরিনহোর ‘অভিষেক’ মাটি হতে দেননি শিষ্য এলদর শোমুরোদোভ। ম্যাচের শেষদিকে ত্রাবজোন্সপোরের জাল খুঁজে নেন উজবেকিস্তানের এই স্ট্রাইকার। এই ম্যাচে দিয়ে রোমার হয়ে অভিষেক হলো জেনোয়া থেকে স্তাদিও অলিম্পিকোতে আসা শোমুরোদোভের।আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে দ্বিতীয় লেগে জিতলেই তৃতীয় স্তরের ইউরোপিয়ান প্রতিযোগিতার গ্রুপ পর্বে জায়গা করে নেবে রোমা।
সিরি’আর গত মৌসুমের শেষের পর রোমায় পাওলো ফোনসেকার স্থলাভিষিক্ত হয়েছেন চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামের সাবেক কোচ মরিনহো। এবার ক্লাবটির হয়ে প্রথম ডাগআউটে দাঁড়ালেন তিনি।
রোমা রবিবার সিরি’আর নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফিওরেন্তিনার।কোচ হিসেবে দুইবার চ্যাম্পিয়নস লিগ ও একবার ইউরোপা লিগ জিতেছেন মরিনহো।