Surgery: জরুরিভাবে দ্বিতীয় অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে ক্রিস কেয়ার্নসের

অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। সুস্থতার পথে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। হৃদপিন্ডজনিত সমস্যায় জরুরিভাবে দ্বিতীয় অস্ত্রোপচারের পর তার লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

কেয়ার্নসের আইনজীবী অ্যারন লয়েড এক বিবৃতিতে জানান, ‘আমি খুব আনন্দের সঙ্গে জানাতে চাই যে, ক্রিসের লাইফ সাপোর্ট বন্ধ করা হয়েছে এবং সে এখন সিডনির হাসপাতালে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম।’

লয়েড বিবৃতিতে আরও জানান, ‘সে এবং তার পরিবার সবার কাছ থেকে পাওয়া শুভকামনার ও সমর্থনের জন্য সবার প্রতি ‍কৃতজ্ঞ। তারা এবার ক্রিসের সুস্থ হওয়ার দিকে দিকে নজর দেবে। সেখানেও গোপনীয়তা বজায় রাখার কথা জানিয়েছেন ক্রিসের পরিবার।’

ক্যানবেরায় পরিবারের সঙ্গে থাকেন কেয়ার্নস। এই মাসের শুরুতে ওখানেই হার্টের বড় ধরনের এক অস্ত্রোপচার হয় তার। এরপর তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে তার আরেকবার অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

৫১ বছর বয়সী কেয়ার্নস ১৯৮৯ থেকে ২০০৬ পর্যন্ত ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যান্ডের জার্সিতে ৬২ টেস্ট ও ২১৫ ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?