অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। আফগানিস্তানে তালেবান যোদ্ধারা এক সাংবাদিকের খোঁজে বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার পরিবারের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে।জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করা ওই সাংবাদিক জার্মান সংবাদমাধ্যমটিতে কাজ করতেন।
ওই সাংবাদিক এখন জার্মানিতে আছেন। তালেবান যোদ্ধাদের হামলায় ওই সাংবাদিকের আরেক আত্মীয়ও গুরুতর আহত হয়েছেন, তবে বাকি আত্মীয়রা পালাতে পেরেছিলেন।এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ডয়েচে ভেলের মহাপরিচালক পিটার লিমবুর্গ।
এ বিষয়ে জার্মান সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। চিঠিতে বলা হয়েছে, “আমাদের এক এডিটরের পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে। এর থেকেই বোঝা যায়, আফগানিস্তানে আমাদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা কী ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে, তালেবান সাংবাদিকদের সঙ্গে কী ধরনের আচরণ করছে। আমাদের হাতে আর সময় নেই। এখুনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।”তালেবানরা ডয়েচে ভেলের আরও অন্তত ৩ সংবাদকর্মীর বাড়িতেও হানা দিয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যমটি।
গত কয়েকদিনে বেশ কয়েকজন সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে খবর মিলেছে। তার মধ্যে একটি রেডিও স্টেশনের প্রধান তুফান ওমর অন্যতম। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। দুইজন অনুবাদককেও হত্যা করা হয়েছে। তারাও জার্মানির একটি সংবাদপত্রে নিয়মিত লিখতেন। এর আগে পুলিৎজার জয়ী ভারতীয় ফোটোগ্রাফার দানিশ সিদ্দিকিকেও হত্যা করেছিল তালেবান।আফগানিস্তানে কাজ করা জার্মান গণমাধ্যমগুলোর আফগান কর্মীদের সাহায্যে দ্রুত ব্যবস্থা নিতে জার্মানির সরকারের প্রতি দেশটির বিভিন্ন গণমাধ্যম আহ্বান জানিয়েছে।