স্টাফ রিপোর্টার, কদমতলা, ১৭ আগস্ট।। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার কদমতলা ব্লকের সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতে।
সবকিছু জেনেশুনে প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। উত্তর জেলার কদমতলা ব্লকাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত।
এলাকাতে দীর্ঘদিন যাবত পানীয় জলের তীব্র সংকট লেগেই রয়েছে।গ্রামটিতে যে কয়েকটি মার্কটু,রিংওয়েল এবং জলের ছোট ট্যাংকি রয়েছে সেগুলি দীর্ঘদন যাবত সংস্কারের অভাবে ধুঁকছে।ফলে জলের উৎস গুলি নষ্ট হয়ে গিয়েছে।
গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে অবস্থিত ।ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্য্য ভরপুর এই গ্রামে রয়েছে চা বাগান।রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর ক্যাম্প, এসপিও ক্যাম্প সহ সাতসঙ্গম মাধ্যমিক স্কুল।
কদমতলা ব্লকের এই প্রত্যন্ত গ্রামটিতে লোক সংখ্যা প্রায় চার হাজার ছয়শো।গ্রামে বসবাসকারী অধিকাংশ মানুষ চা শ্রমিক।তাছাড়া এই গ্রামে মিশ্র জনবসতির জনগনের আয়ের মূল উৎস হল দিন মজুরী। প্রাকৃতিক সৌন্দর্য্য ভরপুর মিশ্র জনবসতি এই গ্রামের প্রাধান সমস্যা হচ্ছে পানীয় জলের ।
বেশ কয়েক বছর পূর্বে এই গ্রামের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য কয়েকটি মার্কটু,রিংওয়েল এবং জলের ছোট ট্যাংকি তৈরি করে দেওয়া হলেও সেগুলির জল ব্যবহার করার অযোগ্য।কারন মার্কটু, রিংওয়েল এবং ছোট ট্যাংকির জলে রয়েছে প্রচুর পরিমানে আয়রন।
দীর্ঘ দিন যাবত মার্কটু ,রিংওয়েল এবং ছোট ট্যাংকি গুলি সংস্কার না করার ফলে সেগুলি জরাজীর্ণ অবস্থায় জঙ্গলে ঢেকে গিয়েছে।তাছাড়াও এই গ্রামের কয়েক পাড়াতে সাপ্লাইয়ের পয়েন্ট থাকলেও অধিকাংশ পয়েন্ট দিয়ে জল আসে না।
যদি কালে ভদ্রে জল আসে তাও পড়ে ফোঁটা ফোঁটা করে।বর্তমানে এই গ্রামের জনগন নিজেরা কাঁচা কূয়া তৈরি করে কাঁচা কূয়ার জল পানীয় জল হিসাবে ব্যবহার করেছেন।আর কাঁচা কূয়ার জল পান করার ফলে গ্রামের জনগন আক্রান্ত হচ্ছেন নানা জলবাহিত রোগে ।
গ্রামের জনগন জানান,পানীয় জলের জন্য তারা রাজ্যের পূর্বতন সরকারের নেতা মন্ত্রী থেকে বর্তমান সরকারের নেতা ও প্রশাসনিক কর্তাব্যাক্তিদের কাছে বারবার দাবি জানিয়েছেন। পানীয় জলের সুবন্দবস্তের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত এই গ্রামে পানীয় জলের কোন সুবন্দোবস্ত করা হয়নি।
সাতসঙ্গম গ্রামের জনগন আরো অভিযোগ করে বলেন,তাদের গ্রামের বিভিন্ন পাড়ার রাস্তা গুলিও বেহাল। দীর্ঘদিন যাবত রাস্তা গুলি সংস্কার করা হয়নি।ফলে গ্রামের জনগনকে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামটিতে দীর্ঘদিন যাবত পানীয় জল ও রাস্তাঘাটের সমস্যা থাকলেও সমস্যা গুলি সমাধানের জন্য কোন পদক্ষেপ নিচ্ছে না সংলিষ্ট দপ্তর। প্রসঙ্গত উল্লেখ্য,রাজ্যের বিজেপি জোট সরকার ইতিমধ্যে ঘোষনা করেছে আগামী দুই হাজার বাইশ সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হবে।
রাজ্যে সরকার বিনা মূল্যে পানীয় জলের সংযোগ দেবার কথা ঘোষনা করলেও রাজ্যের গ্রাম পাহারে সেই পানীয় জলের সংযোগ দেবার জন্য যে জলের উৎস তৈরির প্রয়োজন,সেই জলের উৎস খোঁজার কাজ চলছে ধীর গতিতে।যার উদাহরন হল কদমতলা ব্লকের অধীন ভারত বাংলাদেশ সিমান্তবর্তী সাতসঙ্গম গ্রামটি।
যে গ্রামে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার পরিস্থিতি।এই গ্রামে বসবাসকারি জনগনের দাবি অবিলম্ভে তাদের গ্রামে পানীয় জলের সুবন্দোবস্ত করার উদ্যোগ গ্রহন করুক সংশ্লিষ্ট দপ্তর। অন্যথায় আগামী দিনে প্রতিবাদে সামিল হবেন স্হানীয় জনগণ।
খোঁজ খবর নিয়ে জানা গেছে বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামটিতে রাস্তাঘাটে সমস্যা থাকলেও প্রশাসনের কর্মকর্তারা তেমন কোন গুরুত্ব দিচ্ছেন না। সে কারণেই বছরের-পর-বছর দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। স্বভাবতই অসন্তুষ্ট এলাকার মানুষজন।