স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ আগস্ট।। আগরতলা বিমানবন্দর থেকে রাজ্যের মেয়ে কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ন্যায় বিচার দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে নিয়ে আসা হয় বিজেপি পার্টি অফিসে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভারতের জনতা পার্টি অফিসে সংবর্ধনা প্রদান করা হয়।পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় সমাজ কল্যাণ ও ন্যায় বিচার অধিকার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম রাজ্য আসেন।
আগরতলা বিমান বন্দরে তাকে দলীয় নেতা-কর্মী সমর্থকরাও সম্বর্ধনা জ্ঞাপন করেন। আগরতলা বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে বের হয়ে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন।
নিচে মাটিতে বসে ভারতমাতাকে প্রণাম করে শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আগরতলা বিমানবন্দরে সম্বর্ধনা জ্ঞাপনের পর সেখান থেকে নিয়ে আসা হয় কৃষ্ণনগর স্থিত দলীয় প্রধান কার্যালযয়ে।
দলীয় কার্যালয়ে সম্বর্ধনা গ্রহণ করে রীতিমতো আপ্লুত হয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন তাকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে স্থান দেওয়ার অর্থ হল রাজ্যের প্রতিটি মানুষকে সম্মানিত করা।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় ত্রিপুরার প্রতিনিধিকে স্ন দেওয়ার তিনি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রতিমা ভৌমিকের কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর রাজ্যে আসার দিনটিকে আশীর্বাদ দিবস হিসাবে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। তিনি রাজ্যের ৮টি জেলাই সফর করবেন বলে জানা গেছে।