Corona: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের, শনাক্ত হয় ১৩৭ জনের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ আগস্ট।। উদ্বেগজনকভাবে করোনায় বাড়ছে মৃত্যু হার৷ কমছে নমুনা পরীক্ষার হার৷ ফলে সংক্রমণ শনাক্ত হচ্ছে কম৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মৃত্যুর হার নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে৷

কারণ নতুন করে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের৷ নমুনা পরীক্ষা হয় ৫,৮৩৫ জনের৷ এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৩৭ জনের৷ সক্রিয় রোগীর সংখ্যা ১৫৬৮ জন৷

তবে পশ্চিম জেলায় নতুন করে সংক্রমিত হয়েছে ৬৭ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত হয়েছে ০৫ জন, খোয়াই জেলায় সংক্রমিত হয়েছে ৬ জন, গোমতী জেলায় সংক্রমিত ৯ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত ১৭ জন, ধলাই জেলা সংক্রমিত হয় ৯ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ১৮ জন ও উত্তর জেলা সংক্রমিত ৬ জন৷ পজিটিভিটি হার বর্তমানে ২.৩৫ শতাংশ৷

এবং সুস্থ হয় ২৪ ঘণ্টায় ২৫৩ জন৷ তবে সংক্রমণের হার কতটা নিয়ন্ত্রণে রয়েছে তা বুঝার একমাত্র উপায় মিশন নমুনা পরীক্ষা করার৷ কিন্তু রাজ্যে মিশন মুডে সংক্রমণ পরীক্ষা হচ্ছে না৷ বহু মানুষ সংক্রমণের উপসর্গ নিয়ে বেলাগামভাবে ঘুরে বেড়াচ্ছে৷

সংক্রমণের উপসর্গ বুঝেও অসচেতনভাবে সংক্রমণ ছড়িয়ে চলেছে৷ এতে করে সংক্রমণ বিস্তার লাভ করছে৷ কিন্তু নমুনা পরীক্ষা হচ্ছে না৷ নমুনা পরীক্ষা হার যেমন কম হচ্ছে তেমনি সংক্রমণ শনাক্ত হচ্ছে না বলেও অভিমত সচেতন মহলের৷

কিন্তু সচেতন মহল আরো ধারণা, সংক্রমণের মাত্রা যখন তীব্র আকার ধারণ করে তখন মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে যায়৷ তখন আর মৃত্যু থেকে বাঁচানো যাচ্ছে না বলে স্বাস্থ্য দপ্তরের অভিমত৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?