Appointment: পাকিস্তানের বিচারবিভাগীয় ইতিহাসে প্রথম কোনও মহিলা বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগ

অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট।। দেশের বিচারবিভাগীয় ইতিহাসে এই প্রথম কোনও মহিলা বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে দ্য জুডিসিয়াল কমিশন অফ পাকিস্তান। বর্তমানে আয়েশা এ মালিক লাহোর হাইকোর্টের শীর্ষ বিচারপতিদের মধ্যে একজন। তবে সেপ্টেম্বরে তাঁর নিয়োগ পাকা হলে ২০৩১ সালের মার্চ পর্যন্ত শীর্ষ আদালতের বিচারপতি পদে থাকবেন আয়েশা।

এখন পাকিস্তানের সুপ্রিম কোর্টের ১৭ জন বিচারকপদে একজন করে রয়েছেন। আগস্টের ১৭ তারিখে জ্যেষ্ঠ বিচারপতি মুশির আলম পদত্যাগ করলে একটি জায়গা খালি হবে। এবং সেই স্থানটিই পূর্ণ করবেন আয়েশা। পাকিস্তানের এক শীর্ষ কাউন্সেলের কথায়– আমরা এখন একটি ইতিবাচক সতেজ খবর পেলাম। তা না হলে জেসিপিতে সর্বদাই বিরোধ ও বিতর্কের খবর পাওয়া যায়।

তবে সুপ্রিম কোর্টে মহিলা বিচারক আয়েশার নিয়োগে অনেক বার অ্যাসোসিয়েশন ও কাউন্সিল বিরোধ প্রকাশ করতে পারে বলে জানিয়েছেন ওই পাক কাউন্সিল বা বিচারবিভাগীয় উপদেষ্টা। তিনি প্রতিবেশী ভারতের উদাহরণ দিয়ে বলেন– পদোন্নতির মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টেও বিচারপতি ফাতিমা বিভিকে নিয়োগ করা হয়েছিল। বিভি ১৯৯২ সালের এপ্রিলে অবসর গ্রহণ করেছিলেন।

তারপর থেকে অন্তত ৮জন মহিলা বিচারপতি ভারতের সুপ্রিম কোর্টে নিযুক্ত হয়েছেন এবং এখনও আদালতে দায়িত্ব পালন করছেন বিচারপতি ইন্দিরা ব্যানার্জি। পাকিস্তানের শীর্ষ আদালতে আয়েশার নিয়োগ নিয়ে সিন্ধ বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সালাউদ্দিন আহমেদ বলেন– বয়স ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই হলে আমরা ২০০২ সালেই লাহোর হাইকোর্টের শীর্ষ পদে এবং সুপ্রিম কোর্টে একজন মহিলা বিচারপতিকে দেখতে পেতাম।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?