অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। বীর শহিদ ক্ষুদিরামে প্রয়াণে দিবসে বাংলায় ট্যুইট করে তাঁকে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালে বাংলায় ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ লেখেন, ”যখন ‘বন্দে মাতরম্’ ধ্বনিও রাজদ্রোহের সামিল ছিল, তখন তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর সাহস ও দেশপ্রেম বৃটিশ শাসনের শিকড় নাড়িয়ে দিয়েছিল।
ভয় পেয়ে অল্প বয়সেই ব্রিটিশরা তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। দেশের জন্য তাঁর ত্যাগ, নিষ্ঠা ও বলিদান প্রশংসনীয়। এমন অমর শহিদকে শত কোটি প্রণাম”। এর আগেও গত ডিসেম্বর মাসেও ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতে থাকা মূর্তিতে মাল্যদান করে অমিত শাহ বলেছিলেন, কথা বলেন বীর শহিদের বংশধরদের সঙ্গেও। তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মান জানাতে দেখা যায় শাহকে।
অমিত শাহ সেই সময় বলেন, ‘ক্ষুদিরাম বসু কেবল বাংলার নন, তিনি ভারতেরও। স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান ভারতবাসী কখনও ভুলবে না’।উল্লেখ্য, ১৯০৮ সালের ১১ আগস্ট, ফাঁসির দড়ি গলায় পরেছিলেন ক্ষুদিরাম বসু। মাত্র ১৮ বছর বয়সেই দেশের জন্য প্রাণ দেন তিনি। শেষ মুহূর্তে তাঁর হাতে ছিল গীতা। ১৯০৮ সালের ১১ আগস্ট জেলের ভিতরে তৈরি হয়েছিল ১৫ ফুট উঁচু এক ফাঁসির মঞ্চ। সেখানে এই তরতাজা সাহসী তরুণ ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেয় ব্রিটিশ সরকার।