স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ আগস্ট।। কোভিডের কারণে পুর ও নগর ভোটের দিনক্ষণ নির্ধারণ করা হয়নি৷ পরিস্থিতির উন্নতি হলেই পুর ও নগর ভোটের দামামা বাজবে৷
কিন্তু বসে নেই শাসক দল৷ কোভিড বিধির অজুহাতে বিরোধীদের মিছিল করতে দেওয়া হচ্ছে না৷ কিন্তু শাসক দল ঘর গোছাতে শুরু করে দিয়েছে৷
আগরতলা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে মহিলারা বড় ফ্যাক্টর৷ তাই মহিলা মোর্চাকে আরো শক্তিশালী করতে শুক্রবার সদর জেলা শহরাঞ্চল মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠকে আলোচনা হয়৷
বিজেপি’র সদর শহর অঞ্চল কমিটির সভাপতি অলক ভট্টাচার্য জানান, পুরনিগমের ভোটকে সামনে রেখে আলোচনা হয় এই বৈঠকে৷
বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি, সমাজের বিভিন্ন পেশার মহিলাদের সাথে সম্পর্ক মজবুত করা, সরকারের সিদ্ধান্তের সুফল মানুষ পাচ্ছেন কিনা সে ব্যাপারে খোঁজখবর করতে বলা হয়েছে৷
মূলত তিনমাস পরপর হয় কার্যকারিণী বৈঠক৷ বিগত তিন মাসের কাজের মূল্যায়ন, আগামী তিন মাসের কর্মসূচি ঠিক করার জন্য এই বৈঠক বলে জানান তিনি৷