অনলাইন ডেস্ক, ৫ অগাস্ট।। মৃত্যুর দরজাটা একেবারে চোখের সামনে দেখতে পেয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। তবে সতীর্থদের ভালোবাসা, ফুটবল সমর্থকদের প্রার্থনা ও নিজের ইচ্ছেশক্তিতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এই ড্যানিশ মিডফিল্ডার।
শারীরিক ও মানসিকভাবেও এখন সুস্থ হয়ে উঠেছেন এরিকসেন। তবে ফুটবল মাঠে আর তিনি ফিরতে পারবেন কিনা তা অনিশ্চিত।
গত ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হয় ডেনমার্ক। সেই ম্যাচে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন। এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যায় ফুটবল বিশ্ব। এই সময় সতীর্থ ও দলের চিকিৎসকদের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
প্রিয় তারকার সুস্থতা কামনায় এক সঙ্গে প্রার্থনায় বসে ফুটবল ভক্তরা। ফুটবল ঈশ্বর বিমুখ করেননি তাদের। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার।
হাসপাতাল ছাড়ার পর এখন তিনি ঘোরাফেরাও করতে পারছেন। বুধবার এরিকসেন ফিরেছেন তার ক্লাব ইন্টার মিলানে। নেরাজ্জুরিদের ট্রেনিং সেন্টারে সাক্ষাৎ করেছেন ক্লাব সতীর্থ, স্টাফ, ডিরেক্টরদের সঙ্গে।
সবার সঙ্গে এক ফ্রেমে বন্দীও হয়েছেন এরিকসেন। সেই ছবি নিজেদের অফিশিয়াল টুইটার পেজে পোস্ট করেছে সিরি’আ চ্যাম্পিয়নরা। আর ক্যাপশনে লিখেছে, ‘ওয়েলকাম ব্যাক ক্রিশ্চিয়ান এরিকসেন’।
অবশ্য তার এই ফেরা সিরি’আর নতুন মৌসুমকে সামনে রেখে অনুশীলনের জন্য নয়। কোপেনহেগেনের ডাক্তারদের পরামর্শে এখনো চিকিৎসাসেবা নিতে হচ্ছে এরিকসেনকে। মাঠে ফেরা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে তার। বুট পায়ে ফের তাকে দেখা যাবে কিনা, তা ভবিষ্যতেই জানা যাবে।