অনলাইন ডেস্ক, ১ আগস্ট।। অলিম্পিকে একের পর এক রেকর্ড গড়ে ‘জলদৈত্য’ নামে পরিচিত হয়ে উঠেছিলেন মাইকেল ফেলেপস। আমেরিকান এই সাঁতারুর স্মৃতি যেন একের পর এক স্মরণ করিয়ে দিচ্ছেন তার স্বদেশি সেলেব ড্রেসেল।
ইতিমধ্যে টোকিও অলিম্পিকে একের পর এক রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এই আমেরিকান সাঁতারু এবার ৫০ মিটার ফ্রি-স্টাইলে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। এ নিয়ে টোকিও অলিম্পিকে চতুর্থ সোনা জিতলেন ড্রেসেল।
রবিবার পুলে নেমে এই ইভেন্টে আধিপত্য দেখান ড্রেসেল। সোনা জয়ের পথে সময় নিয়েছেন ২১.০৭ সেকেন্ড। ৫০ মিটার ফ্রি-স্টাইলে যা অলিম্পিক রেকর্ড।
তার চেয়ে ০.৪৮ সেকেন্ডের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছেন ফ্রান্সের ফ্লোরেন্ত মানাদো। ব্রোঞ্জ জিতেছেন ব্রাজিলের ব্রুনো ফ্রাতুস। ৫০ মিটার ফ্রি-স্টাইলে ২০১৬ রিও অলিম্পিকে সোনা জিতেছিলেন মানাদো।
এর আগে বিশ্ব রেকর্ড গড়ে সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জেতেন ড্রেসেল। যা ছিল টোকিও অলিম্পিকে তার দ্বিতীয় সোনা।
এ ছাড়া ১০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জেতেন তিনি। ৪×১০০ ফ্রি-স্টাইল রিলেতেও সোনা জেতেন ড্রেসেল।