Attack: যোগেন্দ্রনগর মুসলিম পাড়ায় বিজেপি মণ্ডল নেতার হাতে আক্রান্ত ৮০ বছরের বৃদ্ধ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুলাই।। মণ্ডল নেতার  হাতে আক্রান্ত ৮০ বছরের এক বৃদ্ধ৷ আক্রান্ত বৃদ্ধের নাম ইসলাম মিয়া, বাড়ি পূর্ব যোগেন্দ্রনগর মুসলিম পাড়ায়৷

ঘটনার সূত্রে জানা যায়, বয়স ৮০ ঊধর্ব বৃদ্ধ ইসলাম মিয়া এলাকার এক দোকানে দুধ কিনতে যায়৷ বাড়ি ফেরার পথে একই এলাকার রাজু সরকার নামে এক ব্যক্তি তার উপর হামলে পড়ে৷ আহত ইসলাম মিয়া জানান, আক্রমণকারী রাজু সরকার প্রথমে রাস্তার পাশে পড়ে থাকা একটি লাঠি দিয়ে আঘাত করে৷

ইসলাম মিয়া পালানোর চেষ্টা করলে রাজু সরকারের কোমরে লুকিয়ে রাখা ধারালো ছুরি বের করে আঘাত করতে শুরু করে৷ স্থানীয় এক যুবক বৃদ্ধ ইসলাম মিয়াকে বাঁচাতে এগিয়ে আসে৷ ঐ যুবকের সহযোগিতায় রাজু সরকারের হাত থেকে প্রাণে বেঁচে যান ৮০বছরের বৃদ্ধ ইসলাম মিয়া৷ এর মধ্যে খবর পেয়ে ছুটে আসে ইসলাম মিয়ার পরিবারের সদস্যরা৷ তাকে উদ্ধার করে নিয়ে আসে আই জি এম হাসপাতালে৷

আঘাত গুরুতর হওয়ায় ডাক্তার বৃদ্ধকে জিবি হাসপাতালে রেফার করেন৷ কি কারণে রাজু সরকার আক্রমণ করেছে ইসলাম মিয়ার উপর তার পরিবারও বলতে পারছে না৷ ইসলাম মিয়া জানান, রাজু সরকারের সাথে তাদের কোন শত্রুতা বা কোনো সম্পর্ক নেই৷

তবে হাসপাতালে আসা স্থানীয়রা জানান, এই রাজু সরকার এলাকার মণ্ডল নেতা৷ তাই এলাকার সমস্ত বিরোধী সমর্থকদেরকে প্রতিনিয়ত হেনস্থা করে৷ এমনকি বিরোধী সমর্থকদের বাড়িতে মদের বোতল ও ইটপাটকেল ছুঁড়ে মারে৷

তাদের সন্দেহ ইসলাম মিয়া যেহেতু বিরোধী দলের সমর্থক হয়তো এই কারণে তার উপর হামলা চালায় রাজু সরকার৷ এই মণ্ডল নেতা রাজু সরকারের অত্যাচার থেকে বাঁচতে আইনের সহযোগিতা নেওয়া হবে বলে জানান বৃদ্ধ ইসলাম মিয়ার পরিবার৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?