অনলাইন ডেস্ক, ২১ জুলাই।। সোমবার গভীর রাতে শিল্পা সেটির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। রাজের বিরুদ্ধে পুলিশের অভিযোগ তিনি পর্নোগ্রাফি ছবি বানিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন এর মাধ্যমে সেগুলিকে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিতেন।
রাজ কুন্দ্রার বিরুদ্ধে এ সম্পর্ককে একাধিক তথ্য প্রমাণ রয়েছে পুলিশের হাতে। পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। অর্থাৎ বেশ বড়সড়ভাবেই ফেঁসেছেন রাজ।
রাজ কুন্দ্রার জন্ম লন্ডনে। তার বাবা একজন বাস কন্ডাক্টর ছিলেন। ছোটবেলাটা বড়ই অর্থাভাবে কেটেছে তার। তিনি নিজে স্বীকার করেছিলেন সেই কথা। তবে নিজের ভাগ্য বদলে দিয়েছেন তিনি নিজেই।
রাজ কুন্দ্রা বড় হয়ে নিজের ব্যবসা শুরু করেন। ক্রমে তার ব্যবসা ফুলে-ফেঁপে ওঠে এবং তিনি বর্তমানে কয়েকশো কোটি টাকা সম্পদের মালিক হয়েছেন। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে সুখের দিন গুজরান করছিলেন তিনি। তবে মাঝখানে ঘটে গেল এই বিপত্তি।
উল্লেখ্য শিল্পা রাজ কুন্দ্রার প্রথম স্ত্রী নন। রাজের প্রথম স্ত্রী হলেন কবিতা কুন্দ্রা। রাজের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেই শিল্পকে বিয়ে করেন তিনি। যদিও কবিতা দাবি করেছিলেন শিল্পার কারণেই তার এবং রাজের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে।
এদিকে রাজ পাল্টা দাবি করেন, কবিতা তার ভগ্নিপতির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে ছিলেন। ২০০৬ সালে শিল্পাকে বিয়ে করেন রাজ। তারপর থেকে আজ পর্যন্ত সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন তারা।
রাজের নামে এই মুহূর্তে বিশ্বের দশটি বড় বড় সংস্থার অংশীদারিত্ব রয়েছে। একসময় দুবাইতে হীরের ব্যবসা করতেন তিনি। নেপাল থেকে পশমিনা শাল কিনে ব্রিটেনে বড় ব্যানারে বিক্রি করতেন রাজ। ক্রমে তার ব্যবসা ফুলে-ফেঁপে উঠেছিল। তবে তাল কাটলো পর্নোগ্রাফির ব্যবসা করতে গিয়ে।
নীল ছবি বানানোর অভিযোগের উপর ভিত্তি করে বলিউড অভিনেত্রী শিল্পা শেটির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ। রাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পর্ন বানানোর পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে তিনি সেগুলিকে ছড়িয়ে দিতেন।
এই অভিযোগের উপর ভিত্তি করে সোমবার রাতেই মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ কুন্দ্রা। পুলিশের অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই রাজ কুন্দ্রার বিরুদ্ধে এ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল।
সেই মামলার তদন্তে নেমে পুলিশ রাজ কুন্দ্রার বিরুদ্ধে বহু তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। এই মামলার মূল ষড়যন্ত্রকারী রাজ কুন্দ্রা, এমনটাই জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, ইতিপূর্বে আইপিএলে ম্যাচ গড়াপেটার কাণ্ডে রাজ কুন্দ্রার নাম জড়িয়েছিল।
রাজস্থান রয়্যালসের মালিক ছিলেন রাজ কুন্দ্রা। ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ড ঘটেছিল। সেই সময় মামলায় অভিযুক্ত প্রমাণিত হয়ে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল রাজস্থান রয়্যালসকে।
দুই বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে আইপিএলে রাজস্থান রয়্যালস আবার ফিরে আসে। তবে রাজ কুন্দ্রাকে মেগা টুর্নামেন্টে আর দেখা যায়নি। এবার আবার নতুন করে পর্ন ছবি বানানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ উঠলো রাজের বিরুদ্ধে। আপাতত পুলিশের হেফাজতেই রয়েছেন তিনি। প্রসঙ্গত ,২০০৯ সালে রাজ এবং শিল্পা শেটির বিয়ে হয়। ২০১২ সালে তাদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়।
গতবছর রাজ এবং শিল্পার কন্যা সন্তানের জন্ম হয়। শীঘ্রই শিল্পা শেটি অভিনেতা হাঙ্গামা ২ মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। এর মধ্যেই সুদুর বলিউড থেকে এমন খবর মিললো।