অনলাইন ডেস্ক, ১৮ জুলাই।। দলের ডিফেন্ডার জর্ডান তোরুনারিঘা বর্ণবাদের শিকার হওয়ায় হন্ডুরাসের বিপক্ষে এক প্রীতি শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মাঠ ছেড়েছে জার্মানির অলিম্পিক ফুটবল দল। দর্শকশূন্য ম্যাচটির তখন পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১।
২৩ বছর বয়সী তোরুনারিঘা খেলেন জার্মানির ফুটবল ক্লাব হার্থা বার্লিনে। ম্যাচটিতে প্রথমার্ধে এগিয়ে যায় হন্ডুরাস। জার্মানিকে সমতায় ফেরান অসবার্গ ডিফেন্ডার ফেলিক্স উদোখাই।
জার্মানি জাতীয় ফুটবল দল তাদের অফিশিয়াল টুইটার পেজে জানিয়েছে, ‘১-১ স্কোরলাইনের ম্যাচটি ৫ মিনিট বাকি থাকতে শেষ হয়। জর্ডান তোরুনারিঘা বর্ণবাদের শিকার হওয়ায় মাঠ ছাড়ে জার্মান খেলোয়াড়রা। ’
তবে হন্ডুরাস জাতীয় দল নিজেদের অফিশিয়াল টুইটার পেজে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে ব্যাখ্যা করেছে।
জার্মানি জাতীয় দলের হয়ে ১৯৯৩-১৯৯৭ সালের মধ্যে ২৫ ম্যাচ প্রতিনিধিত্ব করা সাবেক স্ট্রাইকার ও জার্মান কোচ স্টেফান কানৎজ বলেছেন, ‘যখন আমাদের কোনো খেলোয়াড় বর্ণবাদের শিকার হয় তখন খেলা চালিয়ে যাওয়াটা কোনো বিকল্প নয়। ’