অনলাইন ডেস্ক, ১১ জুলাই।। কোপা আমেরিকায় সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মারাকানার ফাইনালেও দুর্দান্ত সেভে নেইমার-কাসেমিরোদের হতাশ করেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।
আর আগে কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকারে গড়ানো ম্যাচে তিনটি শট থামিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার নায়ক ছিলেন মার্টিনেজ। এবার দারুণ ছন্দে থাকা স্বাগতিক ব্রাজিলিয়ানদের থামাতে দেখা গেল তাকে।
আসরজুড়ে গোলপোস্টের নিচের দায়িত্বের জন্য স্বীকৃতিও পেলেন মার্টিনেজ। তার হাতেই উঠেছে কোপা আমেরিকার সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস।
ফাইনালে ব্রাজিলের নেওয়া অন্তত ১৩টি শটের মধ্যে দুটি ছিল লক্ষ্য বরাবর। ৮৭তম মিনিটে আর্জেন্টিনার ডি-বক্সের ভেতরে বাম পাশ থেকে বুলেট গতির শট নিয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা। দুর্দান্ত ক্ষিপ্রতায় সেই শট ঠেকিয়ে লা আলবিসেলেস্তেদের জাল অক্ষত রাখেন মার্টিনেজ।
পুরো টুর্নামেন্টে মাত্র ৩ গোল হজম করেন তিনি। সেমিতে এই ২৮ বছর বয়সী গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে কারণে ফাইনালের টিকিট কাচে আর্জেন্টিনা।