স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৯ জুন।। সিপাহীজলা জেলার ৮টি গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণ টিকাকরণ করা হয়। তারমধ্যে বিশালগড় মহকুমা হাসপাতালের অধীনে চাম্পামুড়া, কৃষ্ণকিশোর নগর, নবীন নগর, অরবিন্দু নগর, চন্দ্রনগর, মেলাঘর মহকুমা হাসপাতালের অধীনে পূর্ব চন্ডীগড় এবং মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে রাধানগর ও পূর্ব গকুলনগর গ্রামের টিকাকরণ যোগ্য সমস্ত নাগরিকদের সম্পূর্ণ টিকাকরণ করা হয়েছে। সিপাহীজলার জেলাশাসক ও সমাহর্তা এবং সি এমওর সঠিক নির্দেশিকায় এই কর্মকান্ড সূচারুরূপে সম্পূর্ণ হয়েছে।
সিপাহীজলার জেলাশাসক ও সমাহর্তা তারজন্য সবাইকে ধন্যবাদ জানান। সিপাহীজলা জেলায় এই বছরের জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত মোট কোভিড পরীক্ষা করানো হয় ৭০,৬৪৮ জনের। তারমধ্যে ৫৩,২৮৬ জনের অ্যান্টিজেন টেস্ট এবং ১৭,৩৬২ জনের আর টি পি আর টেস্ট করা হয়।
এরমধ্যে ২,৩৮০ জনের দেহে কোভিড- ১৯ জীবানু সন্ধান পাওয়া যায়৷ হোম আইসোলেশনে আছেন ৩৫০ জন। সবাই ভাল আছেন। একই সঙ্গে সিপাহীজলা জেলায় এই বছরের জানুয়ারি মাস থেকে ২৮ জুন পর্যন্ত মোট ৩,১৪,৯০৭ জনের কোভিড টিকাকরণ করানো হয়েছে।
১৮ থেকে ৪৪ বছর পর্যন্ত প্রথম ডোজ নেন ১,০৭,৬৭০ জন। ৪৫ থেকে ৫৯ বছর পর্যন্ত প্রথম ডোজ নেন ৭৮,৭৪০ জন এবং দ্বিতীয় ডোজ নেন ৩৪,৮ ১৫ জন। ৬০ বছরের উর্দ্ধে প্রথম ডোজ নেন ৪৩,০৫৭ জন এবং দ্বিতীয় ডোজ নেন ২২,৯০০ জন।
জেলায় মোট ১৯টি স্বাস্থ্য কেন্দ্রের অধীনে ১০৩টি গ্রামীণ এলাকায় কোভিড টিকাকরণ সাইট বা কেন্দ্র খোলা হয়েছে। সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।