স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৩ জুন।। করোনা আক্রান্ত এক যুবক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ফাঁসিতে আত্মঘাতী হয়েছে। ঘটনা খোয়াইয়ের সোনাতলা গ্রামের ভবতোষ পাড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোয়াই থানা এলাকায় তিন দিনে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটল। ফের ফাঁসিতে আত্মহত্যার ঘটনা ঘটলো হয় খোয়াই থানা এলাকার সোনাতলার ভবতোষ পাড়ায়। ফাঁসিতে আত্মঘাতী হয়েছে ৩০ বছরের এক যুবক।
আত্মঘাতী যুবকের নাম গৌতম শুক্লদাস। মৃত যুবকের একমাসের একটি কন্যা সন্তান রয়েছে । বুধবার সকালে বাড়ির পাশে একটি গাছের সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। এরপর খবর দেওয়া হয় পুলিশকে ।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালের মর্গে । মৃত যুবক কোভিডে আক্রান্ত ছিল। ঘটনার বিবরণে জানা যায়, আত্মঘাতী যুবক গৌতম দাস গত ২০ জুন খোয়াই জেলা হাসপাতালে করোণা পরীক্ষা করায়। করোণা পজিটিভ আসে। করোণা আক্রান্তের খবর শুনতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ঐ যুবক।
হাসপাতাল কর্তৃপক্ষ যুবককে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছিল। ২১শে জুন পুনরায় অসুস্থ হয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের করোণা ওয়ার্ডে ভর্তি রাখা হয়। একদিন হাসপাতলে ভর্তি থাকার পর বন্ডসই করে গতকাল বিকেলে যুবকটি হাসপাতাল থেকে চলে আসে। হাসপাতাল থেকে আসার পর মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। আনুমানিক রাত তিনটা নাগাদ বাড়ির পাশেই একটি গাছে ফাঁসিতে আত্মঘাতী হয় ওই যুবক। ফাঁসিতে যুবকের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই সোনাতলা এলাকায় শোকের ছায়া নেমে আসে।অন্যদিকে,গত ২১ শে জুন রতনপুরে ক্যাম্পে টিএসআর জোয়ান আত্মঘাতী হয়। গতকাল বিকেলে মধ্য শিঙিছড়া গ্রামে ২২ বছরের যুবক বিনয় শবর বিষপানে আত্মহত্যা করে।