অনলাইন ডেস্ক, ২১ জুন।। কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে আছে চিলি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার পরের স্থানে আছে তারা। কিন্তু এবার এক বড় অঘটন ঘটিয়ে ফাঁসতে বসেছে চিলিয়ানরা। কমপক্ষে পাঁচজন চিলির খেলোয়াড় কয়েকজন বান্ধবীকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন হোটেলে। কোপা আমেরিকা খেলতে ব্রাজিলের গ্রান হোটেল ওদারায় আছে চিলি।
সেখানেই বান্ধবীদের নিয়ে এসে আসরের নিয়ম ভঙ্গ করেছেন আর্তুরো ভিদাল-গ্যারি মেডেলরা। এই ঘটনায়, আশা করা হচ্ছে, দলের টেকনিক্যাল ডিরেক্টর মার্টিন লাসার্তে কঠিন শাস্তি দিতে যাচ্ছেন জড়িতদের। যেসব খেলোয়াড় এই ঘটনায় জড়িত, তাদেরকে টুর্নামেন্ট থেকে নিজ দেশ চিলিতে ফেরত পাঠানো সম্ভাবনা রয়েছে। যদিও এই ঘটনা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
তবে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা জানাচ্ছে, এই পার্টিতে অংশগ্রহণকারীদের মধ্যে অভিযুক্ত হিসেবে নাম এসেছে— জিন মেনেসেস, আর্তুরো ভিদাল, গ্যারি মেডেল, পাবলো গালদামেস, পাবলো আরাঙ্গুইজ ও এদুয়ার্দো ভার্গাসের।
কয়েক দিন আগে, চিলির বিপক্ষে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে, ভিদাল ও মেডেল কনমেবলের শাস্তির মুখে পড়েন। হোটেল রুমে নরসুন্দরকে ডেকে এনে বড় অঙ্কের অর্থ জরিমানা দেন উভয়ে। চিলি মঙ্গলবার ভোরে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ের।