স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জুন।। শ্রীনগর থানার অন্তর্গত ধুনধাই পাড়ার জঙ্গল থেকে পুলিশ পরিমান রাবার সিট উদ্ধার করেছে। একটি লরি থেকে রাবার শিট গুলি চুরি হয়েছিল। চুরি যাওয়ার এক সপ্তাহের মধ্যেই পুলিশ কিছু পরিমাণ রাবার শিট উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ টিএসআর এবং গোয়েন্দা বিভাগের ত্রিমুখী প্রচেষ্টায় শ্রীনগর থানা এলাকার জঙ্গল থেকে পুলিশ প্রচুর পরিমাণ রাবার শিট উদ্ধার করতে সক্ষম হয়েছে।ধুনধাই পাড়ার জঙ্গল থেকে শুক্রবার প্রায় দেড়শ কুইন্টাল রাবার শিট উদ্ধার হয়েছে বলে শ্রীনগর থানার ওসি জানিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে শ্রীনগর থানার ওসি মানিক দেবনাথ জানান, একটি লরি থেকে কুড়ি হাজার কেজি রাবার শিট চুরি হয়েছিল বলে গত ১১ জুন শ্রীনগর থানায় একটি সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়। এ ব্যাপারে সন্দেহজনকভাবে শ্রীনগর থানার পুলিশ লরি চালক ও দু’জনকে সহ চালককে গ্রেফতার করে। তাদের মধ্যে ২ জনকে আদালতে সোপর্দ করা হয়। ঘটনার পর তদন্তে নামে শ্রীনগর থানার পুলিশ।
তদন্তক্রমে বিষয়ে বেশ কিছু তথ্য পুলিশের কাছে উঠে আসে। শ্রীনগর থানার ওসি জানান বোধজংনগর শিল্পনগরী এলাকা থেকে গত ৮ জুন লরিতে রাবার শিট গুলি লোড করা হয়। এদিনই লরিটি মাধব বাড়িতে ইন্টারস্টেট ট্রাক টার্মিনাসে যায়। রাতে সেখান থেকে রাবার শিট বোঝাই ট্রাকটি বের হয়ে যায়। রাতেই আবার মাধব বাড়ি ইন্টারস্টেট ট্রাক টার্মিনাসে ফিরে আসে।৯ জন পুনরায় লরিটি সেখান থেকে বের হয়।
আবার সেদিনই ট্রাক টার্মিনাসে ঢুকে। এরইমধ্যে দশ জুন রাতে বাইপাস রোডে লরি থেকে কুড়ি হাজার কেজি রাবার শিট লুট হয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়। পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করে। রাবার শিট গুলি উদ্ধারের জন্য পুলিশ তৎপরতা অব্যাহত রাখে। শ্রীনগর থানার পুলিশ, বাগানবাড়ি ক্যাম্পের টিএসআর জওয়ানরা এবং গোয়েন্দা পুলিশ এলাকাজুড়ে লাগায়।
তাতে সাফল্য আসে। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে শ্রীনগর থানার পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা শুক্রবার প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ধুনধাই পাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ রাবার শিট উদ্ধার করতে সক্ষম হয়েছে। শ্রীনগর থানার ওসি জানান, তারা শীঘ্রই আরো রাবার শিট উদ্ধার করতে সক্ষম হবেন বলে আশাবাদী। এটি শ্রীনগর থানার পুলিশের একটি বড় ধরনের সাফল্য।