অনলাইন ডেস্ক, ১৫ জুন।। চিত্রগ্রাহক ডাবু রত্নানি প্রতিবছর অভিনেত্রীদের সঙ্গে একটি ক্যালেন্ডার শ্যুট করেন। তার সেই ক্যালেন্ডারের পাতায় দেখতে পাওয়া যায় ১২ জন অভিনেত্রীকে। সম্প্রতি একটি নতুন ক্যালেন্ডার শ্যুট নিয়ে ব্যস্ত ডাবু রতনানি।
এবারেও ক্যালেন্ডারের পাতায় দেখতে পাওয়া যাবে হট সানি লিওনি কে। মুম্বাইয়ের জুহুর কাছে একটি হোটেলে ফটো শুট করা হচ্ছে।
ছবিতে দেখা যাচ্ছে যে, একটি স্তম্ভের হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সানি।গায়ে কোনো পোশাক নেই।
কিন্তু তার শরীর ঢাকা রয়েছে বড় একটি টুপি দিয়ে। ছবির নিচে লেখা রয়েছে, গ্রীষ্ম এসে গেছে।
আর কোন অভিনেত্রীদের নাম সেইভাবে জানা না গেলেও আপাতত সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে সানি লিওনের এই ছবি।