অনলাইন ডেস্ক,১২ জুন।। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে এক ক্ল্যাসিক লড়াই উপহার দিলেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। রোঁলা গারোর ইতিহাসে সেরা ম্যাচের তালিকায় স্থান করে নিল এই দ্বৈরথ।
তবে এমন এক ক্ল্যাসিক ম্যাচে শেষ হাসিটা হেসেছেন জকোভিচ। ক্লে-কোর্টের রাজা নাদালের আধিপত্য থামিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সার্বিয়ান তারকা। ঘুরে দাঁড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের গত চার বছরের চ্যাম্পিয়নের বিপক্ষে ৩-৬, ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-২ গেমে জিতেছেন জকোভিচ। রেকর্ড ১৪তম ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে শুরুটা দুর্দান্ত করেছিলেন নাদাল। প্রথম সেটে দাপটের সঙ্গে এগিয়ে যান ৩৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড।
কিন্তু পরের সেটে ঘুরে দাঁড়ান শীর্ষ বাছাই জকোাভিচ। এ নিয়ে রোঁলা গারোতে ১০৮ ম্যাচের মধ্যে ৩ বার পরাজয়ের স্বাদ পেলেন নাদাল। ৩৪ বছর বয়সী জকোভিচ রবিবারের ফাইনালে মুখোমুখি হবেন স্তেফানোস সিৎসিফাসের। ২২ বছর বয়সী গ্রীক প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামে ফাইনালে উঠেছেন জার্মানির ষষ্ঠ বাছাই আলেক্সান্ডার জেভেরেভকে হারিয়ে। শুক্রবার পাঁচ সেটের মহাকাব্যিক লড়াইয়ে জেতেন সিৎসিফাস।