অনলাইন ডেস্ক, ৩০ মে।। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির বিপক্ষে ১-০ গোলের হারকে দুর্ভাগ্য বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফাইনাল খেলাটা স্বপ্নের মতো। তবে দুর্ভাগ্যক্রমে আমরা জিততে পারিনি।’
ফাইনালের একাদশ নির্বাচনে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি আমার সেরাটা দিয়েছি। গত মৌসুমে যেমনটা করেছিলাম অলিম্পিক লিওঁর বিপক্ষে। যেমনটা করেছিলাম পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।’ গার্দিওলার মতে, বিরতির পর তার শিষ্যরা তুলনামূলক ভালো খেলেছে, ‘খেলাটা জিততে সবচেয়ে ভালো (একাদশ) নির্বাচন করেছিলাম আমি। খেলোয়াড়রা তা জানে। প্রথমার্ধে তাদের রক্ষণ ভাঙার চেষ্টায় আমরা কিছুটা পিছিয়ে ছিলাম।
দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো করেছি।’ চ্যাম্পিয়নস লিগ জিততে ব্যর্থ হলেও এবার প্রিমিয়ার লিগ ও লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। গোটা মৌসুম নিয়ে গার্দিওলার মূল্যায়ন, ‘আমি বলতে চাই, আমাদের জন্য একটা অসাধারণ, অসাধারণ মৌসুম কেটেছে।’ ২০১২ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল চেলসি। এবারের শিরোপা দিয়ে ৯ বছরের অপেক্ষা শেষ হল তাদের।অন্যদিকে গত এক দশকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাজত্ব করলেও ম্যান সিটির চ্যাম্পিয়নস লিগ জেতার অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে।