সার্ভিস রাইফেল এ কে-৪৭ এর গুলিতে আত্মঘাতী আসাম রাইফেলসের জওয়ান

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৬ মে৷৷ গোমতী জেলার উদয়পুরের ধ্বজনগরে ২১ নম্বর ব্যাটেলিয়ান এর প্রধান কার্যালয়ে আসাম রাইফেলস এর একজন এ কে ৪৭ এর গুলিতে আত্মঘাতী হয়েছে। তার নাম সঞ্জয় কুমার।

বিএসএফের একুশ নম্বর ব্যাটেলিয়ান এর প্রধান কার্যালয় উদয়পুরের ধ্বজনগরে আত্মঘাতী হয়েছে এক আসাম রাইফেলস জোয়ান। তার নাম সঞ্জয় কুমার। বাড়ি হিমাচল প্রদেশ।

মঙ্গলবার রাত দশটা বেজে ৫৫ মিনিট নাগাদ ক্যাম্পের ভিতরে এ কে ফরটিসেভেনের গুলিতে আত্মঘাতী হয় ওই জোয়ান। গুলির আওয়াজ শুনে সহকর্মীরা এগিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় রাধা কিশোর পুর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

বিচি লীগের পক্ষ থেকে জানানো হয় সে নিজেই আত্মঘাতী হয়েছে।ক্যাম্পের ভিতরে আসাম রাইফেলস জোয়ানের আত্মঘাতী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে বিস্তারিত তথ্যের পর এ বিষয়ে আসল রহস্য উদ্ঘাটিত হবে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?