স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ মে।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন আড়ালিয়া শিব মন্দির এলাকার এক গৃহবধূকে মুখে কাপড় চাপা দিয়ে বাথরুম থেকে অপহরণ করে হাত-পা বেঁধে তার মামার বাড়ির সামনে ফেলে দিয়ে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া শিব মন্দির সংলগ্ন শশুর বাড়ি থেকে গতকাল রাতে এক গৃহবধূূূকে হাত-মুখ বেঁধে তার মামার বাড়ির সামনে ফেলে দিয়ে যায় এক যুবক।অভিযোগ গৃহবধূূর মাসি শাশুড়ির ছেলে সত্যজিৎ দেবনাথ এই ঘটনা সংঘটিত করেছে।
এর পেছনে গৃহবধূর শ্বশুরের মদত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তার শ্বশুর শংকর দেবনাথ এর বিরুদ্ধে অভিযোগ তোলেন গৃহবধূ এবং গৃহবধূর মামা। গৃহবধুটি জানায় তার মাসি শাশুড়ি এবং দেবর তাদের বাড়িতেই থাকতো। কিছুদিন আগে ঝগড়া-ঝাটির পর তারা ওই বাড়ি থেকে চলে যায়।
গৃহবধূর অভিযোগ মাসি শাশুরির ছেলে অর্থাৎ তার দেবর তাকে নানাভাবে ইশারা করত। তাতে গৃহবধূ কোনদিন সাড়া দেয়নি। গৃহবধুটি জানায়়় রাতে সে বাথরুমে গিয়েছিল। হঠাৎ পিছন দিক থেকে এসে তার মুখে কাপড় বেঁধে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় ।
শ্বশুরবাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মামার বাড়ির পাশে হাত পা বেঁধে ফেলে দিয়ে যায়। হাত-পা বাঁধা অবস্থায়়় গৃহবধূ সেখানে পড়ে থাকে। এদিকে গৃহবধূর শশুর ভোররাতে গৃহবধূর মামার বাড়িতে ফোন করে জানতে চান তার পুত্রবধু তাদের বাড়িতে এসেছে কিনা।
রাতে ঘুম থেকে উঠে দরজা খুলে লক্ষ করেন তার ভাগ্নি বাড়ির সীমানার পাশেই হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে গৃহবধূর শশুরকে তার তার মামা ফোন করে জানান হাত-পা বাঁধা অবস্থায় তার ভাগ্নি বাড়ির পাশে পড়ে রয়েছে।
এই ঘটনার সঙ্গে ভাগ্নির শ্বশুরবাড়ির লোকজনরা জড়িত বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।গৃহবধূর স্বামীর নাম প্রনব দেবনাথ ।তার স্বামী মূক বধির। কেন গৃহবধূর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে জনমণে কৌতূহলের সৃষ্টি হয়েছে।