আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক, ১৯ মে।। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় এক বছর পর দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। ২০২০ সালের মার্চের পর আর তাকে দেখা যায়নি ক্যারিবিয়ানদের জার্সিতে।

এ ছাড়া দলে ফিরেছেন শিমরন হেটমায়ার ও শেলডন কটরেল। যথারীতি অধিনায়কত্বের দায়িত্ব থাকছে কাইরন পোলার্ডের কাঁধে। মার্চে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় থেকে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নিকোলাস পুরান।

হার্ড-হিটার ও অভিজ্ঞ বোলারদের দিয়ে স্কোয়াড সাজালেও জায়গা হয়নি সুনীল নারাইনের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ফর্মহীনতার কারণে তাকে দলে নেওয়া নেননি প্রধান নির্বাচক রজার হার্পার। এখনো তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত নন জানিয়েছে তারা।

হার্পার জানিয়েছেন, ‘অস্থায়ী এই টি-টোয়েন্টি স্কোয়াড দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজকে মাথায় রেখে নির্বাচন করা হয়েছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সেরা স্কোয়াড এবং সেরা একাদশ এখান থেকে বেছে নিতে আমাদের সুবিধা হবে।’

উইন্ডিজ কোচও জোর দিচ্ছেন তিন দেশের বিপক্ষে আসন্ন ১৫টি টি-টোয়েন্টি ম্যাচের দিকে। সামনে ১৮ মাসের ব্যবধানে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি সেরে নিতে এই স্কোয়াড ঘোষণা করেছে তারা।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের প্রায় মূল তারকারা এই স্কোয়াডে আছেন। বোলিংয়ে ফিরেছেন কটরেল, ওশানে টমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়ররা। জায়গা ধরে রেখেছেন ৩৯ বছর বয়সী পেসার ফিডেল এডওয়ার্ডস। দলে আছেন ক্রিস গেইল ও এভিন লুইস।
গ্রানাদায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজ। এরপর ক্যারিবিয়ানরা সমান ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেন্ট লুসিয়ায়। এই সিরিজের পর গায়ানা ও বার্বাডোজে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ফাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, ফিডেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, কেভিন সিনক্লেয়ার, ওশানে টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?