মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ২০টি বিদ্যালয়কে স্পেসিফাইড ক্যাটাগরি ঘোষণার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ মে।। আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ২০টি বিদ্যালয়কে স্পেসিফাইড ক্যাটাগরির স্কুল হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, শিক্ষার অধিকার আইন অনুসারে গুণগত শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার।

যে স্কুলগুলিকে স্পেসিফাইড ক্যাটাগরির স্কুল হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল- শিশুবিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, হেনরি ডিরোজিও একাডেমি এইচ এস স্কুল, ড. বি আর আম্বেদকর ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, খুমুলুঙ-এর খুমপুই একাডেমি ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, জিরানিয়া মহকুমার সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, সোনামুড়া ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, উদয়পুর সরকারি ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, অমরপুর সরকারি ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, সাব্লুম সরকারি ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, তেলিয়ামুড়া সরকারি ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, খোয়াই সরকারি ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, কমলপুর সরকারি ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, কৈলাসহরের নেতাজী বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, দারচৈ খ্রিশ্চান ইংলিশ মিডিয়াম স্কুল, ধর্মনগরের গোল্ডেন ভ্যালি ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল, কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম এইচ এস সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের যেকোন প্রান্তের ছেলেমেয়েরা এই স্কুলগুলিতে পড়ার সুযোগ পাবে।

https://www.facebook.com/ratanlalnathmnp/videos/820249668890899/

সিবিএসসি’র ধাচে জাতীয়মানের শিক্ষাদান প্রক্রিয়ার পাশাপাশি এই স্কুলগুলিতে থাকবে প্রত্যেকটি বিষয়ের বিষয় শিক্ষক, ল্যাব, লাইব্রেরী, নির্দিষ্ট খেলার মাঠ, অন্যদিকে শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি শ্রেণীতে ৪০ জনের বেশি ছাত্রছাত্রী থাকতে পারবে না। প্রাকপ্রাথমিক থেকে দ্বাদশমান পর্যন্ত ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ পাবে। এই স্কুলগুলিতে ভর্তির ক্ষেত্রে লটারি, স্ক্রিনিং টেস্ট এর মধ্যদিয়ে যেতে হবে ছাত্রছাত্রীদের।

শিক্ষক-শিক্ষিকা এবং প্রধান শিক্ষকের নিযুক্তির ক্ষেত্রেও সরকারি শিক্ষকদের থেকে বিশেষ পরীক্ষার মধ্যমে নির্বাচন করা হবে। মডেল স্কুলের আদলেই গড়েতোলা হবে এই স্পেসিফাইড ক্যাটাগরির বিদ্যালয়গুলিকে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?