আগরতলাগামী রেলে কাটা পড়ে মৃত্যু হলো আরও এক যুবকের

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ১৫ মে।। শুক্রবার রাতে রেলে কাটা পড়ে মৃত্যু হলো আরও এক যুবকের৷  মৃত যুবকের নাম বিজয় মজুমদার (২৭)৷ পিতা স্বপন মজুমদার৷ বাড়ি সাব্রুম মহকুমার পশ্চিম হরিণা  পঞ্চায়েত এলাকায়৷

পেশায় গাড়ি চালক৷ শুক্রবার রাতে সাড়ে আটটা নাগাদ সাব্রুম থেকে আগরতলাগামী রেলের নিচে পড়ে এই দুর্ঘটনা৷ দ্বিখণ্ডিত হয়ে যায় বিজয়ের দেহ৷ দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় তার৷ খবর পেয়ে ছুটে আসে সাব্রুম থানার পুলিশ৷ রাতেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে রাখা হয় সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে৷

শনিবার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকার যুবক বিজয়ের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া৷ উল্লেখ্য, এর আগেও সাব্রুমের হরিণা এলাকায় রেলে কাটা পড়ে  আরও কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?