অনলাইন ডেস্ক, ১৬ মে।। ইন্টার মিলানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে হুয়ান কুয়াদ্রাদোর শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল জুভেন্টাস। তুরিনে ঘরের মাঠে শেষ ৩৫ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেও আন্দ্রে পিরলোর শিষ্যরা নাটকীয়ভাবে জিতেছে ৩-২ ব্যবধানে।
ম্যাচে প্রথম গোলের শুরুটা করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টি পায় জুভেন্টাস।
২৪তম মিনিটে সিআর সেভেনের স্পট-কিক রুখে দেন ইন্টারের গোলরক্ষক হ্যান্ডানোভিচ। তবে ফিরতি বলে ঠিকই জাল খুঁজে নেন রোনালদো।
প্রথমার্ধে পেনাল্টি পায় ইন্টারও। ৩৫তম মিনিটে স্পট-কিকে নেরাজ্জুরিদের সমতায় ফেরান রোমেলু লুকাকু। বিরতিতে যাওয়ার আগে ফের এগিয়ে যায় জুভরা। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে ব্যবধানটা ২-১ করেন কুয়াদ্রাদো।
তবে বিরতির পর তাদের স্বস্তিতে ধাক্কা খায় ৫৫তম মিনিটে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রদ্রিগো বেনতানচার। সেই সুযোগে আক্রমণে ধার বাড়ায় ইন্টার।
তার মধ্যে শেষ মুহূর্তে বড় এক ভুল করে বসেন অধিনায়ক গিয়র্গিও চিয়েলিনি। ৮৩তম মিনিটে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার নিজেদের জালে বল জড়িয়ে দিয়ে বসেন।
আত্মঘাতী গোল হজমের পর আক্রমণে উঠে জুভরা। সুযোগও তারা পেয়ে যায় দ্রুত। এবারও তাদের সহায় পেনাল্টি। ৮৮তম মিনিটে স্পট-কিকে কোনো ভুল করেননি কুয়াদ্রাদো। তার জোড়া গোলই শেষ পর্যন্ত জুভদের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। শেষ মুহূর্তে ১০ জনের দল হয়ে পড়ে ইন্টারও। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রোজোভিচ।
হারলেও অবশ্য কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না ইন্টারকে। গত মাসেই তারা সিরি’আর শিরোপা নিজেদের করে নিয়েছে। অন্যদিকে পয়েন্ট ভাগাভাগি করলে চ্যাম্পিয়নস লিগের খেলাটাই শঙ্কার মুখে পড়ত জুভদের। আপাতত দারুণভাবে সেই আশা তারা বাঁচিয়ে রেখেছে। ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে নাপোলিকে টপকে তালিকার চারে ওঠে এসেছে তারা। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে সেরা চারে থাকতে হবে জুভদের।
রবিবার ফিওরেন্টিনার বিপক্ষে মাঠে নামবে নাপোলি। ম্যাচটিতে জিতলে হারানো জায়গা পুনরুদ্ধার হবে তাদের। জুভদের চ্যাম্পিয়নস লিগের বাছাই পেরোনোর জন্য অপেক্ষা করতে হতে পারে আগামী সপ্তাহ পর্যন্ত। লিগে তারা মৌসুমের শেষ ম্যাচটি খেলতে ২৩ মে, বোলোনার বিপক্ষে।