নাইট কারফিউ : রাজধানীর বিভিন্ন ফুটপাথ খাবার ব্যবসায়ীরা চরম আর্থিক সঙ্কটে

স্টাফ রিপোর্টার,চুরাইবাড়ি, ৮ মে।। সন্ধ্যার কারফিউ হওয়ার পর অর্থ সঙ্কটে পড়েছেন রাজধানীর একাংশ ফেরি ব্যবসায়ী৷ বিশেষত ফুচকা, ছোলা সহ রাজধানীর বিভিন্ন ফুটপাথ খাবার ব্যবসায়ীরা চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন৷ গত পাঁচ দিন যাবত সন্ধ্যা কারফিউ’র জেরে তাদের অধিকাংশ রুজি-রোজগারের পথ সম্পূর্ণ বন্ধ রয়েছে৷

রোজগার বন্ধ হওয়ার পর তাদের অনেকেই পরিবারের জন্য খাবার জোগাড় করতে পারছেন না৷ চরম আর্থিক সঙ্কটের মধ্যে রাজ্য প্রশসানের তরফে তাদের জন্য কোন ধরনের সাহায্য কিংবা মানবিক ভূমিকা নেই৷ প্রশাসনিক উদাসীনতায় কারফিউ’র দিনগুলিতে পরিবার নিয়ে নিদারুণ সমস্যায় ভুগছেন একাংশ ব্যবসায়ী৷ তাদের বিবরণ এমনিতেই করোনা এবং রাত ১০ টা থেকে কারফিউ জারি হওয়ার পর ব্যবসা মন্দা ছিল৷

কিন্তু তারপরেও বিকেলে চারটা থেকে রাজধানীতে ফেরি করে কয়েকজন ব্যববায়ী ফুচকা, ছোলা, চাট সহ বিভিন্ন ফাস্টফুডে বিক্রি করতেন৷ করোনার ভয় তুচ্ছ করে কিংবা বিশেষ প্রয়োজনে রাজধানীতে যারা বিকেলের পর ঘুরাফেরা করতেন তাদের দিকে চেয়ে ব্যবসা চলত তাদের৷ যৎসামান্য রোজগার দিয়ে পরিবারের খাদ্যের ব্যবস্থা করার সংগ্রামে লেগেছিলেন তারা৷ কিন্তু ক্রমবর্ধমান করোনার দাপটে গত মঙ্গলবার থেকে রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করে রাজ্য সরকার৷

ছয়টার পর কারফিউ জারি হলেও বিকেল চারটা-পাঁচটার মধ্যেই বাজার গুটিয়ে নিতে হয় ব্যবসায়ীদের৷ এই অবস্থায় বিকেলে যারা বাজারে ব্যবসা করতে আসতেন তাদের সম্পূর্ণরূপে ঘরে বসে যেতে হয়েছে৷ স্বাভাবিকভাবে রোজগার বন্ধ হয়ে পড়ায় গত পাঁচদিন তারা পরিবার নিয়ে অসহায় অবস্থায় দিন পাড় করছেন৷ অনেকেরই ঘরেই খাবার ফুরিয়ে এসেছে৷ ফুটপাথ ব্যবসায়ীদের জমানো টাকা যা ছিল তা গত লকডাউনেই ফুরিয়ে গেছে৷ বর্তমান সময়ে তাদের দু’বেলা খাবার জোগাড় করা অসম্ভব কাজ হয়ে পড়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?